দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- পুরস্কার দেবেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। বুধবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন উৎসবে উপস্থিত ছিলেন সি ভি আনন্দ বোস। সেখানে গিয়েই এই পুরস্কারের কথা ঘোষণা করেন বোস। তিনি জানিয়েছেন মোট ৭টি পুরস্কার দেওয়া হবে। প্রত্যেক পুরস্কারের মূল্য হবে ২৫ হাজার টাকা করে। আগামী বছরের সমাবর্তন থেকে এই পুরস্কার দেওয়া হবে।আগামী দিনে লোকভবনের তরফে পুরস্কার দেওয়া হবে। সেই ঘোষণা করেছেন তিনি। এদিন রাজ্যপাল আসার সময় এসএফআইয়ের তরফে বিক্ষোভ দেখানো হয়েছিল। রাজ্যপাল পরে তাঁদের সঙ্গে দেখাও করেন। প্রতিবাদ করা ছাত্রদের গণতান্ত্রিক অধিকার। সেই কথাও তিনি জানিয়েছেন।দুই বছর পর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আজ, বুধবার সমাবর্তন অনুষ্ঠান আয়োজিত হয়। ওই সমাবর্তনে এদিন আচার্য হিসেবে যোগ দিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। কৃতিদের তিনি সম্মানিত করেন। বিশ্ববিদ্যালয়ে মোট সাতটি পুরস্কার দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন। পোস্ট গ্র্যাজুয়েট, গ্রাজুয়েট, টিচার, নন-টিচার, ও অ্যাডমিনিস্ট্রেশন এই সাতটি পুরস্কার দেওয়া হবে। মঞ্চ থেকেই এই বিষয়ে তিনি বার্তা দিয়েছেন। মোট সাতটি পুরস্কারের প্রত্যেকটির মূল্য হবে ২৫ হাজার টাকা। রাজ্যপালের তরফ থেকেই এই পুরস্কার দেওয়া হবে বলে জানানো হয়েছে। তবে আগামী বছরের সমাবর্তন থেকে ওই পুরস্কার দেওয়া হবে, সেই কথা জানানো হয়েছে।এদিন রাজ্যপাল সমাবর্তনে ঢুকে যাওয়ার পর সমাবর্তন মঞ্চের বাইরে বিক্ষোভ দেখান কিছু পড়ুয়া। ফান্ড কাট ইস্যু ও ছাত্র নির্বাচনের দাবিতে ওই বিক্ষোভ দেখানো হয়। আচার্যকে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি জানানোর জন্যই ওই বিক্ষোভ বলে জানা গিয়েছে। এদিন রাজ্যপাল বলেন, “প্রতিবাদ করা ছাত্রদের গণতান্ত্রিক অধিকার। রাজভবন এখন লোকভবন, তাই যে কোনও সময় তাঁরা এসে দেখা করতে পারেন।”
পাশাপাশি পশ্চিমবঙ্গের আচার্য বিল নিয়েও এদিন মন্তব্য করেন রাজ্যপাল বোস। তিনি বলেন, “রাষ্ট্রপতি মনে করেননি রাজ্যপালকে সরিয়ে আচার্য পদে নিয়োগ করা উচিত মুখ্যমন্ত্রীকে, তাই এই বিলে সই করেননি।”
Hindustan TV Bangla Bengali News Portal