Breaking News

নিশা চট্টোপাধ্যায়ের নাম বাতিলের ২৪ ঘণ্টার মধ্যেই বালিগঞ্জে নতুন প্রার্থী দিলেন হুমায়ুন কবীর!ভরসা সংখ্যালঘুতেই

নিজস্ব সংবাদদাতা, কলকাতা :- নিশা চট্টোপাধ্যায়কে সরিয়ে দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের জন্য নতুন প্রার্থী ঠিক করলেন জনতা উন্নয়ন পার্টির (জেইউপি) প্রতিষ্ঠাতা হুমায়ুন কবীর। ঘোষণামাফিক, এবার সংখ্যালঘু মুখকেই প্রার্থী করেছেন তিনি। অন্য দিকে, ‘অপমানিত’ নিশা হুঁশিয়ারি দিয়েছেন, তিনি হুমায়ুনের বিরুদ্ধে মানহানির মামলা করবেন। আগামী বিধানসভা নির্বাচনে বালিগঞ্জ কেন্দ্রে জনতা উন্নয়ন পার্টির প্রার্থী হচ্ছেন প্রাক্তন পুলিশ অফিসার আবুল হাসান| নিশার জায়গায় তাঁর নাম ঘোষণা করেছেন হুমায়ুন কবীর।তৃণমূল থেকে সাসপেন্ড হওয়ার আগেই হুমায়ুন কবীর ঘোষণা করেছিলেন, ২২ ডিসেম্বর তিনি নতুন দল গঠন করবেন এবং ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে একশোর বেশি আসনে প্রার্থী দেবেন। সেই ঘোষণা মতো সোমবার ‘জনতা উন্নয়ন পার্টি’ নামে নতুন দল, পতাকার আত্মপ্রকাশ করেন হুমায়ুন কবীর। একই সঙ্গে ১০টি বিধানসভা আসনের প্রার্থী তালিকাও প্রকাশ করেন। প্রার্থী হিসেবে নাম ঘোষণা হতেই আবুল হাসান বলেন,“আমি রাজনীতি করার লোক নই। দীর্ঘদিন ধরে পুলিশে চাকরি করেছি। হুমায়ুন বলছে দাঁড়াতেই হবে।”প্রসঙ্গত গত সোমবার মুর্শিদাবাদের বেলডাঙায় আত্মপ্রকাশ ঘটে হুমায়ুনের দল জনতা উন্নয়ন পার্টির। সেইদিন আগামী বিধানসভা ভোটের সম্ভাব্য ১০ প্রার্থীর নামও ঘোষণা করেন হুমায়ুন। এর মধ্যে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের সম্ভাব্য প্রার্থী হিসাবে নাম ছিল নিশা চট্টোপাধ্যায়ের। কিন্তু ২৪ ঘণ্টা যেতে না যেতেই ওই মহিলাকে প্রার্থী করা হবে না বলে জানান জনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *