Breaking News

আলোয় সেজে উঠেছে পার্কস্ট্রিট, বড়দিনে নিরাপত্তা নিশ্চিত করতে রাস্তায় ১৫০০ পুলিশ!একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ, কোন কোন পথে চলবে গাড়ি?

প্রসেনজিৎ ধর, কলকাতা :-বড়দিন মানেই পার্ক স্ট্রিট ৷ যা এই শহরের মানুষের কাছে উৎসবের এক অবিচ্ছেদ্য ঠিকানা । প্রতি বছর বড়দিন উপলক্ষে পার্ক স্ট্রিট এবং সংলগ্ন এলাকায় উপচে পড়ে মানুষের ভিড় । সেই ভিড়কে সুষ্ঠুভাবে নিয়ন্ত্রণ করতে এবং কোনও রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এ বছর আগেভাগেই কড়া নিরাপত্তা ও যান চলাচল নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুলিশ ।খ্রিসমাস ইভ উপলক্ষ্যে প্রচুর মানুষের সমাগম হবে পার্কস্ট্রিট-সহ ময়দান, ধর্মতলা চত্বরে। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে পার্কস্ট্রিট। বড়দিন উপলক্ষ্যে নিরাপত্তা নিশ্চিত করতে দেড় হাজার পুলিশকর্মী রাস্তায় থাকবে। এছাড়াও নজরদারিতে একাধিক পদক্ষেপ করছে কলকাতা পুলিশ|ওয়াচ টাওয়ার, ড্রোনের মাধ্যমেও নজরদারি চালাবে পুলিশ।দায়িত্বে থাকবেন ডেপুটি কমিশনার, অ্যাসিস্ট্যান্ট কমিশনার, ইন্সপেক্টর পদমর্যাদার আধিকারিকেরা । সাদা পোশাকের পুলিশ, এসবি, মহিলা পুলিশ থাকবেন সর্বত্র । বসানো হয়েছে একাধিক ওয়াচ টাওয়ার । নজরদারিতে থাকবে ড্রোন, প্রস্তুত থাকবে কুইক রেসপন্স টিম ও অ্যাম্বুল্যান্স পরিষেবা । শুধু তাই নয়, এদিন বিকেলের পর থেকেই পার্কস্ট্রিক এবং সংলগ্ন রাস্তাতে যান চলাচল নিয়ন্ত্রিত হবে বলেও কলকাতা পুলিশের তরফে এক বার্তায় জানানো হয়েছে।কলকাতা পুলিশের বিজ্ঞপ্তি অনুযায়ী, আজ ২৪ ডিসেম্বর বিকেল ৪টের পর থেকেই পার্কস্ট্রিটে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। যা আগামী ২৫ ডিসেম্বর অর্থাৎ বৃহস্পতিবার ভোর ৪টে পর্যন্ত চলবে। শুধু পার্কস্ট্রিট নয়, ময়দানমুখী রাস্তায় পণ্যবাহী গাড়ি চলাচলও নিয়ন্ত্রণ করা হবে|মিডলটন স্ট্রিট, হো চি মিন সরণি, ক্যামক স্ট্রিট, লিটল রাসেল স্ট্রিটের মতো গুরুত্বপূর্ণ রাস্তাগুলি ওয়ান ওয়ে থাকবে। পার্কস্ট্রিটের দিকে যাচ্ছে এমন রাস্তা যেমন, রয়েড এবং ফ্রি স্কুল স্ট্রিট ক্রসিং বন্ধ থাকবে।তবে পরিস্থিতি অনুযায়ী নিয়ন্ত্রণ কতক্ষণ চলবে তা ডিসি ট্রাফিকের উপরে নির্ভর করবে বলেও জানানো হয়েছে। লালবাজার মনে করছে, শুধু পার্কস্ট্রিট এলাকাতেই নয়, সংলগ্ন রাস্তাগুলিতেও মানুষের ভিড় থাকে। সন্ধ্যার পর চার্চগুলিতে ভিড় বাড়তে থাকে। রয়েড ও ফ্রি স্কুল স্ট্রিট ক্রসিং থেকে পার্ক স্ট্রিটে ঢোকা যাবে না | পার্ক স্ট্রিট ও রাসেল স্ট্রিটের সংযোগস্থল থেকে রাসেল স্ট্রিটে ডানদিকে মোড় নেওয়াও নিষিদ্ধ| পরিস্থিতি অনুযায়ী যে কোনও সময় ক্যাথিড্রাল রোডে যান চলাচল বন্ধ করা হতে পারে বলে জানিয়েছে পুলিশ| প্রয়োজনে শেক্সপিয়র সরণি, ক্যামাক স্ট্রিট, কিড স্ট্রিট ও ফ্রি স্কুল স্ট্রিটেও অতিরিক্ত নিয়ন্ত্রণ জারি হতে পারে |যান চলাচল স্বাভাবিক রাখতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তায় ‘নো পার্কিং জোন’ ঘোষণা করা হয়েছে| এই তালিকায় রয়েছে পার্ক স্ট্রিট, ক্যামাক স্ট্রিট, মিডলটন স্ট্রিট, ফ্রি স্কুল স্ট্রিট, লিটল রাসেল স্ট্রিট, কিড স্ট্রিট, রাসেল স্ট্রিট, রয়েড স্ট্রিট, রফি আহমেদ কিদওয়াই রোড ও উড স্ট্রিট | এছাড়াও বড়দিনে সম্ভাব্য ভিড়ের কথা মাথায় রেখে ভারতীয় জাদুঘর, ভিক্টোরিয়া মেমোরিয়াল, তারামণ্ডল, আলিপুর চিড়িয়াখানা, কালীঘাট, ঠনঠনিয়া কালীবাড়ি, বিড়লা মন্দির, মিলেনিয়াম পার্ক ও নিউ মার্কেট এলাকায় গাড়ি পার্কিং সাময়িকভাবে বন্ধ রাখা হতে পারে|

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *