দেবরীনা মণ্ডল সাহা:- বছরের শেষ দিকে দলকে একেবারে ভোটের জন্য প্রস্তুত করতে জোড়া গুরুত্বপূর্ণ বৈঠকের ডাক দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়| দু’টি বৈঠকই হবে ভার্চুয়াল মাধ্যমে। একদিকে রাজ্য সরকারের উন্নয়নের কাজ মানুষের কাছে তুলে ধরা, অন্যদিকে SIR শুনানি ঘিরে তৈরি হওয়া পরিস্থিতিতে বুথস্তরের লড়াই, এই দুই বিষয়েই স্পষ্ট বার্তা দেবেন তিনি।জানা গেছে অভিষেকের অভিযান শুরু হবে উত্তরবঙ্গ থেকে। তবে জেলা সফর শুরু করার আগে, এসআইআর -এর ২য় পর্বে দুটি ভার্চুয়াল বৈঠক করবেন তিনি। তৃণমূল সূত্রের খবর ভোটকে সামনে রেখে অভিষেকের জেলা সফরের পরিকল্পনা আগে থেকেই ছিল। ২০২৫ এর ডিসেম্বরেই অভিষেকের কর্মসূচী শুরু হওয়ার কথা থাকলেও ব্যক্তিগত কারণে তা শুরু করতে পারেননি অভিষেক। তাই আর সময় নষ্ট না করে বছরের শুরুতেই নতুন কর্মসূচী নিয়ে জোড়কদমে নামছেন তৃণমূলের সেনাপতি। তৃণমূল সূত্রের খবর আগামী ৩ জানুয়ারি জলপাইগুড়ি থেকে শুরু হবে অভিষেকের অভিযান। ওই দিনই আলিপুরদুয়ারেও তাঁর কর্মসূচী রয়েছে বলে জানা গেছে। কোচবিহার, দার্জিলিং এও কর্মসূচী থাকলেও এখনও দিনক্ষণ ঠিক হয়নি , তবে সম্ভবত ৭ জানুয়ারি উত্তর দিনাজপুরের ইটাহারে কর্মসূচী থাকবে বলে তৃণমূল সূত্রের খবর। ২৭ তারিখ থেকে নির্বাচন কমিশনের শুনানি পর্ব শুরু হওয়ার কথা। তার জন্য বুথভিত্তিক গলদ কোথায় কী রয়ে যাচ্ছে তা যাচাই করতে কর্মীদের গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। এবার সাংগঠনিক স্তরে তা নিয়ে একেবারে বুথস্তরে লড়াইয়ের মন্ত্র অভিষেক বলে দিতে চলেছেন বলে জানা যাচ্ছে।
Hindustan TV Bangla Bengali News Portal