Breaking News

সিঙ্গুরে কর্মসংস্থানের নব দিগন্ত!৫০০ কোটির ওয়্যারহাউস প্রকল্পে ছাড়পত্র দিল মুখ্যমন্ত্রী মমতার মন্ত্রিসভা

প্রসেনজিৎ ধর, কলকাতা :- বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের জেরে এক সময় সিঙ্গুর ছেড়ে গিয়েছিল টাটা গোষ্ঠী। সেই সিঙ্গুরেই এ বার ৫০০ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্তে সিলমোহর দিল তাঁর নেতৃত্বাধীন রাজ্য মন্ত্রিসভা। বুধবার নবান্নে আয়োজিত বৈঠকে সিঙ্গুরে ওয়্যারহাউস প্রকল্পে সম্মতি দিয়েছে রাজ্য সরকার। মন্ত্রিসভার বৈঠকের পর নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান, রাজ্যের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা মেটাতে বেসরকারি সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে বিদ্যুৎ কেন্দ্র গড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই প্রকল্পে রাজ্য সরকার পিপিপি মডেলে জেএসডব্লু এনার্জি লিমিটেডের সঙ্গে কাজ করবে। চন্দ্রিমা জানান, বিদ্যুৎ কেন্দ্র তৈরির জন্য রাজ্য সরকার দরপত্র বা ‘বিড’ আহ্বান করেছিল। সেই বিডে জেএসডব্লু এনার্জি জানায়, তারা ৫.৮১ কিলোওয়াট আওয়ার দরে বিদ্যুৎ দিতে পারবে। এরপরই মন্ত্রিসভা সিদ্ধান্ত নেয়, এই সংস্থার সঙ্গেই যৌথ উদ্যোগে বিদ্যুৎ কেন্দ্র তৈরি করা হবে।বড়দিনের প্রাকলগ্নে মমতা-মন্ত্রিসভা ছাড় দিল সিঙ্গুরে ৫০০ কোটি টাকা বিনিয়োগের এক প্রকল্পে। আজ বুধবার, নবান্নে আয়োজিত এক বৈঠকে সিঙ্গুরে ওয়্যারহাউস প্রকল্পে ছাড়পত্র দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভা।জানা গিয়েছে, এই প্রকল্পে ১১.৩৫ একর জমি বরাদ্দ করা হয়েছে। তা লিজ দেওয়া হয়েছে ৯৯ বছরের জন্য। এই প্রকল্পে বিনিয়োগ করবে নাহার ইন্ডাস্ট্রিয়াল এন্টারপ্রাইজেস লিমিটেড। এই তথ্য বুধবার জানিয়েছেন, অর্থ প্রতিমবন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। মনে করা হচ্ছে, এই প্রকল্প বাস্তবায়িত হলে, রাজ্যে অ্যামাজন, ফ্লিপকার্টের মতো ই কমার্স সেক্টরের কাজ আরও মসৃণ হবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *