দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- ২৫ ডিসেম্বরেই মরসুমের শীতলতম দিন দেখল বাংলা। উত্তর থেকে দক্ষিণ সর্বত্র কমেছে তাপমাত্রা। বৃহস্পতিবার ১৩.৭ ডিগ্রি সেলসিয়াসে নামল আলিপুরের তাপমাত্রা। আর ১০ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছে পশ্চিমাঞ্চলের পারদ। আগামী ২ দিনে আরও কিছুটা বাড়বে ঠান্ডা। বছরের শেষ দিন পর্যন্ত শীতের আমেজে কোনও বাধা নেই বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা।আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, গত ৯ বছরে বড়দিনে দ্বিতীয়বার কলকাতার তাপমাত্রা ১৩ ডিগ্রিতে নামল। ২০১৬ সালে শহরে কলকাতার তাপমাত্রা ছিল ১৩.৪ ডিগ্রি। এবার সেই তাপমাত্রা ১৩.৭ ডিগ্রি। সঙ্গে কুয়াশাও রয়েছে। শুধু কলকাতা নয়, পশ্চিমের জেলাগুলির তাপমাত্রাও একধাক্কায় অনেকটা নেমে গিয়েছে। পুরুলিয়ায় তাপমাত্রা ৯.৮ ডিগ্রির ঘরে।শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গেও ভরপুর শীত। দার্জিলিঙের তাপমাত্রা ৩.২ ডিগ্রিতে নেমেছে। এছাড়াও উত্তরবঙ্গের অন্য জেলার তাপমাত্রাও নিচের দিকে। ফলে বড়দিনে উত্তর থেকে দক্ষিণে ভরপুর শীতের আমেজ।আপাতত রাজ্যের সর্বত্র আবহাওয়া শুষ্ক থাকবে। তবে সকালের দিকে কুয়াশায় ঢাকবে রাজ্যের বিভিন্ন জেলা। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে কুয়াশার প্রকোপ সবচেয়ে বেশি থাকবে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে। এই তিন জেলায় ঘন কুয়াশার হলুদ সতর্কতা জারি হয়েছে। কোথাও কোথাও দৃশ্যমানতা নেমে যেতে পারে ২০০ থেকে ৫০ মিটারে। কলকাতা-সহ দক্ষিণের বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। উত্তরেও চলবে কুয়াশার দাপট। বৃহস্পতিবার দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার সতর্কতা রয়েছে।বড়দিনে দক্ষিণবঙ্গের ছ’টি জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে নেমেছে।তবে হাওয়া অফিসের পূর্বাভাস একটানা এই ঠান্ডা থাকবে না। শনিবার থেকে ফের বাড়তে শুরু করবে তাপমাত্রা।
Hindustan TV Bangla Bengali News Portal