প্রসেনজিৎ ধর, কলকাতা :- শুনানি কেন্দ্রে কোনওভাবেই বিএলএ টু-দের ঢুকতে দেওয়া যাবে না। এটা নিশ্চিত করতে হবে জেলাশাসকদের। এই মর্মে এবার জেলাশাসকদের কড়া নির্দেশ দেওয়া হল মুখ্য নির্বাচনী আধিকারিকের তরফে।শুনানি পর্বে বিএলএ-২ রা যাতে থাকেন, সেই দাবি জানিয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষোভের ঘটনা ঘটে। বিশেষ করে আজ সোমবার সকাল থেকে হুগলিতে দীর্ঘক্ষণ বন্ধ থাকে শুনানি পর্ব। তৃণমূল বিধায়ক অসিত মজুমদার স্পষ্ট হুঁশিয়ারি দেন, বিএলএ ২ দের শুনানিতে রাখতে হবে, না হলে বন্ধ থাকবে এই প্রক্রিয়া। মানবিক কারণে যদিও পরে সেই বিক্ষোভ তুলে নেন। এই ঘটনার পরেই নড়েচড়ে বসে নির্বাচন কমিশন। শুধু তাই নয়, এসআইআরের শুনানি পর্বে কোনও বুথস্তরের এজেন্ট অর্থাৎ বিএলএ ২ দের ঢুকতে দেওয়া যাবে না বলে নির্দেশিকায় জানানো হয়। শুধু তাই নয়, কোনওভাবেই শুনানি প্রক্রিয়া আটকে রাখা যাবে না বলেও জানানো হয়েছে।নির্দেশে স্পষ্ট বলা হয়েছে, শুনানি প্রক্রিয়া যাতে কোনওভাবেই ব্যাহত না হয় সেটাও নিশ্চিত করতে হবে জেলাশাসকের। নির্দেশে বলা হয়েছে, যদি বিএলএ টু-রা শুনানি কেন্দ্রে ঢোকেন, ERO, AERO, BLO দের বিরুদ্ধে শাস্তি মূলক পদক্ষেপ নেওয়া হবে। জেলাশাসকদের এই বিষয়ে সতর্কতা জানিয়ে কড়া নির্দেশ পাঠাল মুখ্য নির্বাচনী আধিকারিক এমনটাই কমিশন সূত্রে খবর।একই সঙ্গে রাজ্য পুলিশের ডিজি এবং কলকাতা পুলিশের পুলিশ কমিশনার কেও বিএলএ টু নিয়ে বার্তা নির্বাচন কমিশনের। রাজনৈতিক দলগুলির বিএলএ টু-রা ঢোকার ফলে যাতে শুনানি বন্ধ না হয় সেজন্য পুলিশকেও প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে এই মর্মে রাজ্য পুলিশের ডিজি ও কলকাতা পুলিশের পুলিশ কমিশনারকে গাইড লাইন মনে করালো জাতীয় নির্বাচন কমিশন। শুনানি কেন্দ্রে পর্যাপ্ত পুলিশের নিরাপত্তা এবং যাবতীয় পদক্ষেপ নেওয়া হয় সেই বিষয় নিয়ে কমিশনের নির্দেশ ডিজি ও কলকাতা পুলিশের পুলিশ কমিশনারকে, এমনটাই কমিশন সূত্রে খবর।
Hindustan TV Bangla Bengali News Portal