Breaking News

এসআইআর আবহে আজ তিনদিনের সফরে বঙ্গে অমিত শাহ, দেখুন স্বরাষ্ট্রমন্ত্রীর সফরসূচি!কী বার্তা দেবেন কর্মীদের?

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-আজ সোমবার তিনদিনের বঙ্গ সফরে রাজ্যে আসছেন অমিত শাহ।আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতির মাঝেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ ২৯ ডিসেম্বর তিন দিনের বঙ্গ সফরে আসছেন বলে রবিবার জানিয়েছেন বিজেপি। দলীয় সূত্রের খবর, সোমবার সন্ধ্যায় তিনি কলকাতা বিমানবন্দরে পৌঁছে সরাসরি বিজেপির রাজ্য কার্যালয়ে যাবেন।বুধবার পর্যন্ত রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব, পদাধিকারী, সাংসদ, বিধায়ক এবং কলকাতা মহানগরীর দলীয় নেতৃত্বের সঙ্গে একের পর এক সাংগঠনিক বৈঠক করার সূচি আছে তাঁর। দলীয় বৈঠক ছাড়াও বুধবার বিকেলে আরএসএসের উত্তর, দক্ষিণ ও মধ্যবঙ্গের শীর্ষ প্রচারক-কার্যকর্তাদের সঙ্গে দু’ঘণ্টা বৈঠক করার কথা শাহের। তবে এবারের সফরে কোনও জনসভা নেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর।বিজেপি সূত্রে খবর, রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতেই শাহের এই সফর। রাজ্য কার্যালয়ে পৌঁছে অমিত শাহ দলের সাংগঠনিক অগ্রগতি ও নির্বাচনী প্রস্তুতি নিয়ে পর্যালোচনা করবেন। এছাড়াও, ৩০ ডিসেম্বর কলকাতায় একটি সাংবাদিক বৈঠক করতে পারেন তিনি। সোমবার সন্ধ্যা ৭,২৫ মিনিটে কলকাতা বিমানবন্দরে পৌঁছবেন অমিত শাহ। সেখান থেকে সন্ধ্যা ৭,৪৫ নাগাদ সল্টলেক বিজেপি দফতরে পৌঁছে দলের সাংগঠনিক বৈঠকে যোগ দেবেন তিনি। এরপর রাত ৯,৩০ মিনিটে সল্টলেক দফতর থেকে হোটেল তাল কুটির রওনা দেওয়ার কথা অমিত শাহের এমনটাই দলীয় সূত্রে জানিয়েছে বিজেপি।মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, সকাল ১১,৫০মিনিটে হোটেল থেকে রওনা দিয়ে হোটেল অল্টএয়ার-এ পৌঁছে সাংবাদিক বৈঠক করবেন স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর দুপুর ২ টোয় হোটেল অল্টএয়ারে সাংগঠনিক বৈঠক সারবেন শাহ। বিকেল ৪,০৫ এ হোটেল অল্টএয়ার থেকে মানিকতলা গোয়াবাগানের উদ্দেশ্যে রওনা দেবেন অমিত শাহ। সেখানে সমন্বয় বৈঠক সারার পর সন্ধ্যা ৬,৩০ এ মানিকতলা গোয়াবাগান থেকে হোটেল তাল কুটিরের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি।৩১ ডিসেম্বর ২০২৫, বুধবার সকাল ১০,৫৫ এ হোটেল তাল কুটির থেকে রওনা দিয়ে কলকাতার ইসকন মন্দির পৌঁছবেন অমিত শাহ। এরপর দুপুর ১২,০০ থেকে থাকবেন হোটেল অল্টএয়ারে দলের সাংগঠনিক বৈঠকে।দুপুর ২,০০ -তে সায়েন্স সিটি অডিটরিয়ামে রয়েছে মন্ডল সভাপতিদের সঙ্গে বৈঠক। এরপর বিকেল ৩,২০ তে সায়েন্স সিটি থেকে কলকাতা বিমানবন্দরের উদ্যেশ্যে রওনা দেবেন অমিত শাহ। বিকেল ৩,৪০ নাগাদ কলকাতা বিমানবন্দর থেকে বিমানে দিল্লি ফিরবেন শাহ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *