প্রসেনজিৎ ধর, কলকাতা :-ফের ব্যস্ত সময়ে ময়দানে স্টেশনে দক্ষিণেশ্বরগামী মেট্রোর সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা যাত্রীর। ব্লু লাইনে ফের ব্যাহত পরিষেবা। স্বাভাবিকভাবেই ভোগান্তির শিকার অফিস ফেরত যাত্রীরা।জানা গিয়েছে, দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরামগামী মেট্রোর সামনে ঝাঁপ দেন এক ব্যক্তি। তাঁকে উদ্ধারের চেষ্টা চলছে। আপাতত দক্ষিণেশ্বর থেকে সেন্ট্রাল পর্যন্ত এবং মহানায়ক উত্তমকুমার থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো চলাচল করছে।মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, সোমবার বিকেল ৫টা ৫৮ মিনিট নাগাদ ময়দান মেট্রো স্টেশনে আপ লাইনে দক্ষিণেশ্বরগামী ট্রেনের সামনে ঝাঁপ দেন এক যাত্রী। সঙ্গে সঙ্গে বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। শুরু হয় উদ্ধারকাজ। এই ঘটনার জেরে আপ ও ডাউন— দুই লাইনে পরিষেবা ব্যাহত হয়। ময়দান স্টেশনে আত্মহত্যার চেষ্টার ঘটনার জেরে সেন্ট্রাল থেকে মহানায়ক উত্তমকুমার (টালিগঞ্জ) পর্যন্ত পরিষেবা পুরোপুরি বন্ধ হয়ে যায়। ভাঙাপথে চলছে পরিষেবা। আপাতত মেট্রো পাওয়া যাচ্ছে সেন্ট্রাল থেকে দক্ষিণেশ্বর এবং টালিগঞ্জ থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত।
Hindustan TV Bangla Bengali News Portal