Breaking News

‘ইউ মাস্ট রিজাইন’,’অনুপ্রবেশ’ ইস্যু তুলে বাঁকুড়ার সভা থেকে শাহকে নিশানা মমতার!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- বাঁকুড়ার বড়জোড়ায় সভা থেকে ফুঁসে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পদত্যাগ করতে বললেন। মঙ্গলবার কলকাতায় সাংবাদিক বৈঠক করে তৃণমূলকে উৎখাত করার ডাক দেন অমিত শাহ। তাঁর কণ্ঠে শোনা যায় প্রত্যয়ের সুর। ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ‘দুর্নীতিগ্রস্ত’ তৃণমূল সরকারকে উৎখাত করে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বাংলায় সরকার প্রতিষ্ঠা করবে বিজেপি, দাবি শাহর।তার পাল্টা বাঁকুড়ার জনসভা থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় হুঙ্কারের সুরে বললেন, ‘ইউ মাস্ট রিজাইন। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি পদত্যাগ করুন। বলছেন, দুই-তৃতীয়াংশ ভোটে জিতবেন। এবার তো বলছেন না, ‘আব কি বার ২০০ পার।’ আমি বলতে চাই, এবার আপনাকে দেশ থেকে বার করব। আবার বাংলার ক্ষমতায় এসে গণতান্ত্রিকভাবে দেশ থেকে বার করে দেব।‘ভাষণের শুরুতেই এসআই আর ইস্যুতে সুর চড়ান দলনেত্রী। “এসআইআরের শুনানিতে বৃদ্ধদের ডাকা হচ্ছে। গরীব মানুষদের অযথা হয়রানি করা করা হচ্ছে”, অভিযোগ মমতার। বাঁকুড়ার সভা থেকে মমতা এদিন বলেন, ‘SIR মানে সর্বনাশ, দেড় কোটি লোককে বাদ দিতে মাত্র দেড় দিন? এটা বড় কেলেঙ্কারি’। অমিত শাহের পদত্যাগের দাবিতেও এদিন সরব হন তৃণমূল নেত্রী। রাজ্যে এখনও পর্যন্ত SIR-এর কারণে ৫৮-৬০ জনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ তুলে তৃণমূল নেত্রী বলেন, ‘ওদের চোখ দেখলেই ভয় করে’। SIR-এ ৫৪ লক্ষ মানুষের নাম বাদ গেল কেন? তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের পরিবারের সদস্যদের শুনানিতে ডাকা নিয়েও কমিশনকে নিশানা। যাদের নাম বাদ গেছে তাদের ফের আবেদন করার পক্ষে সওয়াল তৃণমূল নেত্রীর। যাদের নাম বাদ গিয়েছে তাদের ৭ নম্বর, ৮ নম্বর ফর্ম ফিল-আপ করার আবেদন করেন তিনি। রাজনৈতিক মহলের মতে, এসআইআর বা ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় বিজেপি যখন অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার রণনীতি নিচ্ছে, মমতা তখন তাকে সরাসরি কেন্দ্রীয় এজেন্সির ব্যর্থতা এবং বাঙালির ওপর আক্রমণ হিসেবে তুলে ধরছেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *