নিজস্ব সংবাদদাতা,কলকাতা :- দিল্লি বিস্ফোরণের পর থেকেই সতর্ক লালবাজার। বছর শেষে উৎসবের আমেজ শহরে। তার আগেই খাস কলকাতার দু’জায়গা থেকে উদ্ধার হল অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র। মঙ্গলবার দুপুরে গোপন সূত্রে খবর পেয়ে স্ট্র্যান্ড রোড এবং আলিপুর চিড়িয়াখানার সামনে থেকে আগ্নেয়াস্ত্র এবং কয়েক রাউন্ড কার্তুজ উদ্ধার করল পুলিশ। ইতিমধ্যে এই ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। উৎসবের আবহে কলকাতায় কেন আগ্নেয়াস্ত্র নিয়ে আসা হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে |এগুলি কোথা থেকে এল, কোথায় পাঠানো হচ্ছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। তদন্ত শুরু করেছে পুলিশ।দুই যুবকের হাতে বড় ব্যাগ ছিল। গোপন সূত্রে খবর পেয়ে এদিন পুলিশ ওই দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। তারপর তাঁদের হাতের ব্যাগ খুলতেই দেখা যায়, ব্যাগে ভরা আগ্নেয়াস্ত্র। পরে তাঁদের অস্ত্র আইনে গ্রেফতার করা হয় তাঁদের।পুলিশ সূত্রে খবর, তল্লাশিতে ওয়ান শটার, ৭ এমএম পিস্তল-সহ একাধিক আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। শুধু তাই নয়, অন্তত ২০ থেকে ২২ রাউন্ড কার্তুজও তল্লাশিতে ব্যাগ থেকে উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে। অন্যদিকে আলিপুরের ঘটনাতেও একজনকে গ্রেফতার করা হয়েছে|
Hindustan TV Bangla Bengali News Portal