দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- বছর শেষে ফের দুঃসংবাদ বাংলা বিনোদন দুনিয়ায়, প্রয়াত শ্রাবণী বণিক। বাংলা টেলিভিশনের প্রতিভাবান চরিত্রাভিনেত্রী ছিলেন শ্রাবণী। গত মাসেই খবর মেলে ক্যানসারের মতো মারণরোগের সঙ্গে লড়ছেন অভিনেত্রী। অবস্থা আশঙ্কাজনক। চিকিৎসার প্রয়োজনীয় ১২ লক্ষ টাকা জোগাড় করতে সাহায্য প্রার্থনা করেছিল ছেলে, কিন্তু কোনও চেষ্টাই কাজে এল না। সোমবার না ফেরার দেশে চলে গেলেন অভিনেত্রী।সূত্রের খবর, বিগত কয়েক সপ্তাহ ধরে তাঁর শারীরিক পরিস্থিতির আরও অবনতি ঘটেছিল। যার জেরে শ্রাবণীকে হাসপাতালেও ভর্তি হতে হয়। তবে শেষরক্ষা আর হয়নি। সোমবার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।‘লালকুঠি’, ‘রাঙা বউ’, ‘গোধূলি আলাপ’, ‘সোহাগ চাঁদ’-এর মতো একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন শ্রাবণী বণিক। অন্যদিকে বড়পর্দায় ‘আলো’,’চাঁদের বাড়ি’ ছবিতে নজর কেড়েছেন তিনি। বাংলা টেলিদুনিয়ায় জনপ্রিয় অভিনেত্রী হলেও শ্রাবণী বণিকের সেভাবে আর্থিক সঙ্গতি ছিল না বলেই জানা যায়। মাসখানেক আগেই অভিনেত্রীর ছেলে অচ্যুত সোশাল মিডিয়ায় পোস্ট করে মায়ের চিকিৎসার জন্য আর্থিক সাহায্য চেয়েছিলেন। কারণ ক্যানসারের চিকিৎসা যথেষ্ট ব্যয়বহুল। দীর্ঘ পোস্টে অভিনেত্রীপুত্র লিখছিলেন, “মাকে বাঁচানোর জন্য প্রচুর অর্থের প্রয়োজন। যেহেতু এই বিশাল পরিমাণ অর্থ সংগ্রহ করা সময় সাপেক্ষে ব্যাপার তাই আপনাদের সকলের কাছে সাহায্যের অনুরোধ চাইছি। আপনারা প্রত্যেকে যদি অল্প সাহায্য করেও এগিয়ে আসেন সেটাও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আপনাদের সাহায্য এবং শুভেচ্ছা জন্য আমরা কৃতজ্ঞ থাকব।” হাসপাতালে ভর্তিও করা হয়েছিল তাঁকে। কিন্তু শেষ রক্ষা করা গেল না | অভিনেত্রীর মৃত্যুতে শোকের ছায়া বিনোদন দুনিয়ায় |
Hindustan TV Bangla Bengali News Portal