দেবরীনা মণ্ডল সাহা,কলকাতা :- রাজ্য সফরে এসে ফের একবার ‘২০০ আসন’-এর লক্ষ্য সামনে রেখে বিজেপি কর্মীদের মাঠে নামার বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | কলকাতা জোনের কর্মী সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে শাহ স্পষ্ট জানিয়ে দিলেন, বিজেপি থামার নয়।মঞ্চ থেকে তাঁর বক্তব্য, “আমরা যদি ৩ আসন থেকে ৭৭ আসনে পৌঁছতে পারি, তাহলে ৭৭ থেকে ২০০ আসনে পৌঁছনো অসম্ভব কেন হবে?” এই বলে তিনি দলের কর্মী-সমর্থক সহ সব স্তরের নেতাদের উদ্বুদ্ধ করার চেষ্টা করেন।সোমবার রাতে কলকাতা সফরে এসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উদ্দেশ্য নেতা-কর্মীদের ছাব্বিশের রোডম্যাপ বুঝিয়ে দেওয়া। আজ, বুধবার সকালে কলকাতার একটি হোটেলে দলের সাংসদ-বিধায়কদের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর শমীক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষকে নিয়ে আলাদাভাবে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী। যেখানে ছিলেন ভূপেন্দ্র যাদব, সুনীল বনসল, বিপ্লব দেব। সূত্রের খবর, বৈঠকে আলাদাভাবে সবার কথা শোনেন শাহ। তবে তাৎপর্যপূর্ণভাবে এদিনের বৈঠকে মতুয়াগড়ের গুরুত্বপূর্ণ সাংসদ-বিধায়ক শান্তনু ঠাকুর, সুব্রত ঠাকুর, অসীম সরকার অনুপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে। সূত্রের খবর, দলের সাংসদ-বিধায়কদের সঙ্গে বৈঠকে একাধিক বিষয় নিয়ে আলোচনা করেন অমিত শাহ। শুধু তাই নয়, বেশ কিছু নির্দেশও তিনি দেন বলে সূত্রের খবর। যেমন পদ্ম বিধায়কদের নিজের এলাকায় কাজ বাড়াতে বলা হয়েছে। পাশাপাশি সপ্তাহে অন্তত চারদিন নিজ এলাকায় থাকতে হবে তাঁদের। করতে হবে অন্তত পাঁচটি পথসভা। তবে ২৬-এর নির্বাচনে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে অনেক বেশি সতর্ক হচ্ছে কেন্দ্রীয় নেতৃত্ব। বৈঠকে শাহের স্পষ্ট নির্দেশ, পুনরায় টিকিট পাওয়ার ক্ষেত্রে আগামী দু’মাসে যোগ্যতা প্রমাণ করতে হবে বিধায়কদের |
Hindustan TV Bangla Bengali News Portal