Breaking News

ডাক এসেছিল শুনানিতে! এসআইআর শুনানির নোটিশ পেয়েই রাজ্যে ফের আত্মঘাতী এক বৃদ্ধ

দেবরীনা মণ্ডল সাহা :- এসআইআরে রাজ্যে ফের আত্মঘাতী। এবার এসআইআরের শুনানির জন্য নোটিশ আসায় আত্মহত্যা করলেন পূর্ব মেদিনীপুরের রামনগরের সাদি এলাকার বাসিন্দা বিমলচন্দ্র শী(৭৫)। পরিবারের অভিযোগ বাড়িতে এসআইআরের শুনানির নোটিশ এসেছিল। আগামী শুক্রবার শুনানির জন্য যাওয়ার কথা ছিল বিমলবাবুর। সেই বিষয়ে চিন্তায় ছিলেন তিনি। কোন কোন ডকুমেন্ট লাগবে, তাই নিয়ে রোজ চিন্তা করছিলেন। তাঁর ২০০২-এর ভোটার লিস্টেও নাম ছিল না। তাই গোটা বিষয়টি নিয়ে চিন্তিত ছিলেন, বলে পরিবারের অভিযোগ। সেই কারণেই আত্মহত্যা করেছেন বিমলবাবু, দাবি পরিবারের। মৃতদেহটি রামনগর থানার পুলিশ উদ্ধার করেছে।২০০২ সালের ভোটার তালিকায় নাম ছিল না কেন্দ্রীয় সরকারের অবসরপ্রাপ্ত কর্মী বিমল শী-র। তাতেই উদ্বেগ বেড়েছিল পরিবারে। এরইমধ্যে ডাক আসে শুনানিতে হাজির হওয়ার জন্য। বিমলবাবুর বাড়ি রামনগর ১ ব্লকের হলদিয়া ১ অঞ্চলের সাদি গ্রামে। এদিন সেই বাড়ির ছাদ থেকেই উদ্ধার বৃদ্ধের ঝুলন্ত দেহ। পরিবারের দাবি, এসআইআর আতঙ্কেই ঘটনা ঘটিয়েছেন তিনি। সোমবার রাতে নিয়ম মেনেই খাওয়াদাওয়া করে ঘুমোতে গিয়েছিলেন তিনি। কিন্তু ভোর রাতে সাড়ে তিনটা নাগাদ পরিজনরা দেখেন তিনি ঘরে নেই। শুরু হয় খোঁজাখুঁজি। অবশেষে বাড়ির ছাদের ওপর থেকে বিমলবাবুর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিবারের সদস্যরাই দ্রুত তাঁকে উদ্ধার করে বালিসাই ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। কিন্তু শেষ রক্ষা হয়নি। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে দেন। এই ঘটনায় ইতিমধ্যেই মৃতের ছেলে দীপক শী রামনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তাঁর দাবি, শুনানিতে হাজিরা দেওয়ার নোটিস পাওয়ার পর থেকেই চরম মানসিক অবসাদে ভুগছিলেন তাঁর বাবা। এই প্রশাসনিক জটিলতা এবং ভবিষ্যতের অনিশ্চয়তার ভয়ই তাঁকে আত্মহত্যার পথে ঠেলে দিয়েছে। ইতিমধ্যেই পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। শোকের ছায়া গোটা এলাকাতেই।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *