Breaking News

বুধ ও বৃহস্পতিতে তিলোত্তমার একাধিক রাস্তায় যান চলাচলে নিয়ন্ত্রণ,কোথাও ‘ওয়ান ওয়ে’, আবার কোথাও ‘নো এন্ট্রি’ বিশদে জেনে নিন!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- আজ বুধবার বছরের শেষ দিন। বর্ষবরণে মেতে উঠবেন কলকাতাবাসী। স্বাভাবিকভাবেই শহরের রাস্তায় মানুষের ভিড় বাড়বে। এই ভিড় সামলাতে এবং যানজট এড়াতে আগেভাগেই একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল কলকাতা পুলিশ। লালবাজারের তরফে বিজ্ঞপ্তি জারি করে শহরের বিভিন্ন রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণের কথা জানানো হয়েছে।কলকাতা পুলিশ এক বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, ৩১ জানুয়ারি রাত এবং ১ জানুয়ারি বেশ কিছু রাস্তায় যান নিয়ন্ত্রণ করা হবে। কোথাও কোথাও পরিস্থিতি বুঝে গাড়ি ঘুরিয়ে দেওয়াও হতে পারে। পার্ক স্ট্রিটের পশ্চিম থেকে পূর্বে একমুখী (ওয়ান ওয়ে) গাড়ি চলবে রাত ৩টে পর্যন্ত। জওহরলাল নেহরু রোড এবং এজেসি বোস রোডের মাঝে পূর্ব থেকে পশ্চিমে একমুখী গাড়ি চলবে শেক্সপিয়র সরণি ধরে। ওয়ান ওয়ে থাকবে হো চি মিন সরণি (পশ্চিম থেকে পূর্ব), মিডলটন স্ট্রিট (ক্যামাক স্ট্রিট এবং জে এল নেহরু রোডের মাঝে পূর্ব থেকে পশ্চিম), লিটল রাসেল স্ট্রিট (দক্ষিণ থেকে উত্তর), রাসেল স্ট্রিট (দক্ষিণ থেকে উত্তর), ক্যামাক স্ট্রিট (উত্তর থেকে দক্ষিণ, পার্ক স্ট্রিট এবং এজেসি বোস রোডের মাঝে)। যান চলাচল বন্ধ থাকবে রয়েড এবং ফ্রি স্কুল স্ট্রিট ক্রসিং থেকে পার্ক স্ট্রিটের দিকে। পার্ক স্ট্রিট এবং রাসেল স্ট্রিট ক্রসিং থেকে রাসেল স্ট্রিটে উঠতে হলে ডান দিকে মোড় নেওয়া যাবে না।পার্ক স্ট্রিটে আসতে হলে কোথায় গাড়ি পার্ক করা যাবে, তা-ও জানিয়েছে লালবাজার। গাড়ি পার্ক করা যাবে রাসেল স্ট্রিটের পূর্ব এবং পশ্চিম দিকে। ফ্রি স্কুল স্ট্রিটের পশ্চিম দিক বরাবর, উড স্ট্রিট এবং রফি আহমেদ কিদওয়াই রোডের পশ্চিম দিকেও পার্কিং করা যাবে। কোন কোন জায়গায় গাড়ি পার্কিং করা যাবে না, তারও একটা তালিকা দিয়েছে লালবাজার। সেগুলি হল, পার্ক স্ট্রিট, ক্যামাক স্ট্রিট, মিডলটন স্ট্রিট, ফ্রি স্কুল স্ট্রিট, লিটল রাসেল স্ট্রিট, কিড স্ট্রিট, রাসেল স্ট্রিট (প্রয়োজন মতো), রয়েড স্ট্রিট, রফি আহমেদ কিদওয়াই রোড এবং উড স্ট্রিট।কলকাতা পুলিশের ট্র্যাফিক অ্যাডভাইজারি অনুযায়ী, ১ জানুয়ারি ভোর ৪টে থেকে রাত ১০টা পর্যন্ত বিটি রোড ও কাশীপুর রোডে কোনও পণ্যবাহী গাড়ি চলবে না। এছাড়াও রবীন্দ্র সরণি, কে কে টেগোর স্ট্রিট, বেলেঘাটা রোড, বি কে পাল অ্যাভিনিউ, বিটি রোড-দমদম ক্রসিং, কাশীপুর রোড, বিবেকানন্দ রোড, সেন্ট্রাল অ্যাভিনিউ এবং এমজি রোডেও পণ্যবাহী গাড়ির উপর নিষেধাজ্ঞা থাকবে।তবে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত পণ্যবাহী গাড়িগুলিকে এই নিষেধাজ্ঞার বাইরে রাখা হয়েছে। দুধ, ওষুধ, ফল-সবজি, এলপিজি সিলিন্ডার, অক্সিজেন বহনকারী গাড়ি সহ জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত অন্যান্য পণ্যবাহী গাড়ি চলাচলের অনুমতি থাকবে বলে জানিয়েছে কলকাতা পুলিশ |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *