প্রসেনজিৎ ধর :-মালদহের চাঁচল এবং কোচবিহারে শুভেন্দুর জোড়া সভায় শর্তসাপেক্ষ অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। আজ বুধবার হাই কোর্টের অবকাশকালীন বেঞ্চে এই সংক্রান্ত মামলার শুনানি শুরু হয়। দীর্ঘ সওয়াল জবাবের পর শুভেন্দুর সভা করার অনুমতি দেন বিচারপতি বিশ্বরূপ চৌধুরী। তবে এক্ষেত্রে একগুচ্ছ নিয়ম মানতে হবে বলেও আজ জানিয়ে দিয়েছেন তিনি। বছরের শুরুতেই মালদহের চাঁচলে সভা রয়েছে বিজেপির। যেখানে প্রধান বক্তব্য হিসাবে শুভেন্দু অধিকারীর উপস্থিত থাকার কথা। সেই সভার অনুমতি পাওয়া নিয়ে তৈরি হয় জটিলতা। মামলাকারীর আইনজীবী এদিন আদালতে জানান, এই সভা নিয়ে রিপোর্ট দিয়েছে এসডিপিও বলেছেন, নতুন বছর উজ্জাপিত হবে। ফলে এত লোক নিয়ন্ত্রণ সম্ভব নয়। এই বিষয়ে পুলিশের নির্দেশ নিয়ে প্রশ্ন তোলেন আইনজীবী। দীর্ঘ শুনানি শেষে সভার অনুমতি হাইকোর্ট দিলেও বেঁধে দেওয়া শর্ত। কলকাতা হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চের নির্দেশ অনুযায়ী, ওই সভায় নয় হাজার সমর্থক এবং ৭০ টি মাইক্রোফোনের বেশি ব্যবহার করা যাবে না।পাশাপাশি আগামী ২ জানুয়ারি কোচবিহারে বিজেপির সভা নিয়েও তৈরি হয় জটিলতা। তা নিয়েও এদিন কলকাতা হাই কোর্টের দ্বারস্থ বিজেপি। শুনানিতে আইনজীবী জানান, গত ২৬ তারিখ সভার অনুমতি চাওয়া হয় জেলা প্রশাসনের থেকে।শুনানি শেষে আদালত কোচবিহারে বিজেপিকে সভা করার অনুমতি দেয়। তবে সভায় ৩০০০ লোক থাকতে পারবে। ২০টি লাউডস্পিকার, ৮টা বক্স, ৪ মাইক্রোফোন থাকবে। কোনওভাবে সভা ঘিরে যাতে আইনশৃঙ্খলা অবনতি না হয়, সেদিকে পুলিশকে নজর রাখতে হবে বলেই নির্দেশ হাইকোর্টের |
Hindustan TV Bangla Bengali News Portal