নিজস্ব সংবাদদাতা, কলকাতা :- প্রায় ৬ মাস পরে ফের অ্যাকটিভ মোডে দেখা গেল নেতা দিলীপ ঘোষকে। বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের শাহী বৈঠকে দীর্ঘদিন পর ডাক পেয়েছিলেন ‘ব্রাত্য’ বিজেপি নেতা। সেখানেই শাহ তাঁকে মাঠে নেমে প্রস্তুত হওয়ার পরামর্শ দিয়েছেন বলে আজ সাংবাদিক বৈঠকে জানিয়েছেন দিলীপ ঘোষ। তবে দলের তরফে তাঁকে এখনও পর্যন্ত কোন নির্দিষ্ট দায়িত্ব দেওয়া না হলেও ছাব্বিশের ভোটে যে তিনি মাঠ জুড়েই খেলবেন তা একপ্রকার বুঝিয়ে দিয়েছেন। প্রায় আট মাস পর বৃহস্পতিবার দুপুরে সল্টলেকে বিজেপির কার্যালয়ে যান দিলীপ। দীর্ঘক্ষণ বৈঠক করেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গে। এরপরই কার্যালয় থেকে সাংবাদিক বৈঠক করেন তিনি। দলের মধ্যেই কোণঠাসা থেকে ফের সক্রিয়তা, সব প্রশ্নের জবাবে রীতিমতো ছক্কা হাঁকান দিলীপ। সাফ জানিয়েছেন, খোদ অমিত শাহ তাঁকে ময়দানে নামতে বলেছেন, সেই কারণেই নেমেছেন। দিলীপ বলেন, “আমি সব সময় আছি। মাঠ জুড়ে খেলব। আমি ৬ বছর রাজ্য সভাপতি ছিলাম। পরে অন্য দায়িত্ব সামলেছি। আজ শমীকদার সঙ্গে কথা হয়েছে। দলের যেভাবে আমাকে প্রয়োজন আমি আছি, লড়ব।”এদিনের সাংবাদিক বৈঠকে নাম না করে তা নিয়ে শুভেন্দু অধিকারীকেই বিঁধলেন তিনি। বললেন, “দলের কর্মীরা আমাকে কোনওদিন কালো পতাকা দেখায়নি। পরিবর্তিত পরিস্থিতিতে অনেকে দলে এসেছে। এগুলো ওদের কালচার। কখন কাকে দেখাতে হবে ওরা ভুলে যায়। টিএমসি থেকে কিছু লোক এসেছে। ওরা এগুলো করেছে। ওরা ঠিক করেছে না ভুল, সেটা আমি বলব না। ওরা থাকবে না চলে যাবে সেটাও জানি না।” বিধানসভায় প্রার্থী হবেন কি না, তা নিয়েও এদিন প্রশ্নের মুখে পড়েন দিলীপ। দল চাইলে নিজের কোনও আপত্তির জায়গা নেই বলেই সাফ জানালেন তিনি |
Hindustan TV Bangla Bengali News Portal