দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- অমিত শাহের সঙ্গে বৈঠকের পর প্রত্যাবর্তনের পথে দিলীপ ঘোষ। বৃহস্পতিবার সল্টলেকে বিজেপির কার্যালয়ে গিয়েছেন তিনি। রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গে বৈঠকও করেছেন তিনি। শুক্রবার প্রাতঃভ্রমণে গিয়ে নিজেই বৈঠকের কথা ফাঁস করলেন দিলীপ। শুক্রবার ঘরও পেয়ে গেলেন দিলীপ। বছর দুয়েক আগে মুরলীধর সেন লেনের বিজেপির কার্যালয় থেকে ঘর খুইয়ে ছিলেন দিলীপ ঘোষ। খুলে নেওয়া হয়েছিল এসি-টিভি। শাহী বৈঠকের পর ফের স্বমহিমায় দিলীপ। এবার দিলীপ সল্টলেকের কার্যালয়ে পেলেন নিজের ঘর।ছাব্বিশের আগে দিলীপ ঘোষকে উপেক্ষা করলে যে আদতে দলের ক্ষতি, তা স্পষ্টত বুঝে গিয়েছে বিজেপির শীর্ষ নেতৃত্বও। সেই কারণেই আসরে নেমে দিলীপের মানভঞ্জন করেছেন খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বুঝিয়ে দিয়েছেন, নিজেদের দ্বন্দ্বের জেরে ছাব্বিশে কোনও ভরাডুবি বরদাস্ত করা হবে না। বাংলায় বিজেপির সরকার গঠন করতে একসঙ্গেই লড়তে হবে। এদিকে শাহী বার্তা পেয়ে ফের চাঙ্গা দিলীপ। সাফ জানিয়েছেন, দলের জন্য তিনি ছিলেন, আছেন, থাকবেন। সক্রিয় তো হলেন, কিন্তু কোন দায়িত্ব পাবেন একটা সময়ে গোটা রাজ্য সামলানো দিলীপ? শোনা যাচ্ছিল, রাজ্যে বিজেপির ৫টি জোনের একটির দায়িত্ব দেওয়া হতে পারে দিলীপকে।দিলীপ ঘোষ বহু দিন ধরে সংগঠন থেকে দূরে সরে থাকায় তাঁর অনুরাগীরাও কার্যত বসে পড়েছেন। দিলীপকে একটা জোনের দায়িত্ব দেওয়া হলে মন ভাঙতে পারে অনুগামীদের, কারণ তিনি রাজ্যের শীর্ষপদ সামলে ফেলেছেন অতীতে। দিলীপ কাঁটার প্রভাব পড়তে পারে ভোটবাক্সে। ফলে দিলীপকে নিয়ে ভীষণ সচেতন দল। শোনা যাচ্ছে, বিজেপির রাজ্য কমিটিতে বড়সড় দায়িত্ব পেতে পারেন দিলীপ।
Hindustan TV Bangla Bengali News Portal