প্রসেনজিৎ ধর, কলকাতা :-‘রাজ্য দিলেও, সিনিয়র রেসিডেন্ট পোস্ট নেব না’, সাংবাদিক বৈঠক করে ঘোষণা অনিকেত মাহাতোর। রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলে এই সিদ্ধান্ত বলে সাফ জানালেন তিনি। তবে সিনিয়র রেসিডেন্ট পোস্ট ছাড়তে ৩০ লক্ষ টাকার বন্ড জমা দিতে হয়। বিপুল পরিমাণ টাকা জোগাড় করা একার পক্ষে তাঁর সম্ভব নয়। তাই ক্রাউড ফান্ডিংয়ের আর্জি অনিকেতের।অনিকেত মাহাতো শুক্রবার বলেন, “৯ই অগাস্ট যে ঘটনা ঘটেছিল, সেই লড়াইয়ের সাক্ষী আপনারাও ছিলেন। আমাদের দাবী মেনে অপসারণ করা হয় অনেককে। রাজ্য সরকার আমার উপর ক্ষিপ্ত হয়েছিল। আমাকে রায়গঞ্জ পাঠানো হয়েছিল। তার প্রতিবাদে আমি হাইকোর্ট গিয়েছিলাম। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই এটা করা হয়েছিলো, আমি এখনও আরজি করে পোস্টিং পেলাম না এখনও“।একসময় অভয়া আন্দোলনের অন্যতম মুখ ছিলেন অনিকেত। তাঁর দাবি, সেই সময় হাসপাতালে ‘থ্রেট কালচারে’র বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। সে কারণে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন। তার ফলে জীবনের মূল লক্ষ্য চিকিৎসা সেবাও সঠিকভাবে করতে পারছেন না বলেই অভিযোগ। এমনকী নিজের মানহানির আশঙ্কাও করছেন অনিকেত। সে কারণেই সিনিয়র রেসিডেন্ট পোস্ট না নেওয়ার সিদ্ধান্ত তাঁর।
Hindustan TV Bangla Bengali News Portal