Breaking News

ভোটের মুখে তৃণমূলে বড় ধাক্কা!ঘাসফুল ছেড়ে ‘হাত’ ধরলেন মৌসম বেনজির নূর

প্রসেনজিৎ ধর :- শনিবার বিকেলে তৃণমূল ছেড়ে কংগ্রেসে ফিরলেন দলের রাজ্যসভার সাংসদ মৌসম নূর, রাজনীতিতে যা বড় ঘটনা বলেই মনে করা হচ্ছে |মৌসম এখনও রাজ্যসভায় তৃণমূল সাংসদ। তবে এ বছর এপ্রিল মাসে রাজ্যসভায় তাঁর মেয়াদ শেষ হওয়ার কথা। তার ঠিক আগেই এদিন নয়াদিল্লিতে কংগ্রেস দফতরে পৌঁছে যান মৌসম। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক জয়রাম রমেশ ও মালদহ দক্ষিণের সাংসদ তথা ভাই ঈশা খান চৌধুরীর উপস্থিতিতে আনুষ্ঠানিক ভাবে কংগ্রেসে ফিরে যান মৌসম নূর। পরে সাংবাদিক বৈঠকে মৌসম বলেন,মালদহে গণিখান চৌধুরীর ঐতিহ্যকে আরও মজবুত ও শক্তিশালী করতেই কংগ্রেসে ফিরেছি। তৃণমূল চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ইতিমধ্যেই ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছি। সোমবার রাজ্যসভা থেকেও ইস্তফা দিয়ে দেব।দলে যোগ দিয়ে তাঁর বক্তব্য, “কংগ্রেসকে ধন্যবাদ জানাই আমায় গ্রহণ করার জন্য। আমরা কংগ্রেস পরিবার। কয়েক বছর তৃণমূল ছিলাম। অনেক সুযোগ দিয়েছে কাজ করার। মমতাদিকে পদত্যাগ পাঠিয়ে দিয়েছি। সোমবার রাজ্যসভায় ইস্তফা দেব। পরিবারগত ভাবে ঠিক করেছি একসঙ্গে কাজ করব। যেভাবে দায়িত্ব দেবে, করব। সেক্যুলারিজম, ডেভেলপমেন্ট, পিস – এটাই কংগ্রেসের মন্ত্র। সেভাবেই কাজ করব।” কেন দলত্যাগ? তৃণমূলে কি মোহভঙ্গ? মৌসম বলছেন, মোহভঙ্গের ব্যাপার নেই, এটা পরিবারের সিদ্ধান্ত। এমনিতেই মালদহ দক্ষিণ আসন এখন কংগ্রেসের কাছে রয়েছে। লোকসভা ভোটে মালদহ উত্তরে জিতেছে বিজেপি। মৌসম ও ঈশা জুটি বাধায় মালদহে তৃণমূলের জন্য কিছুটা চাপই হল বলে অনেকের মত।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *