Breaking News

SIR-এ ভুল! ৫ রাজ্য সরকারি কর্মীর বিরুদ্ধে FIR করতে বলল কমিশন

নিজস্ব সংবাদদাতা :-ভোটার তালিকায় গুরুতর গাফিলতি এবং ভুলভাবে নাম যুক্ত করার জন্য ভারতের নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিককে পাঁচজন কর্মকর্তার বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দিয়েছে। পশ্চিমবঙ্গের CEO-কে নির্দেশ দেওয়া হয়েছে যে তিনি যেন সংশ্লিষ্ট জেলা নির্বাচনী আধিকারিককে ওই কর্মকর্তাদের বিরুদ্ধে অবিলম্বে এফআইআর দায়ের করেন। দ্রুত এফআইআর দায়ের করতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।রাজ্যে চলছে স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর) । আর এরই মাঝে গত বছর ৫ অগস্ট ভোটার তালিকায় অবৈধভাবে নাম তোলা এবং একাধিক গরমিল করার অভিযোগ উঠেছিল ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার, অ্যাসিস্ট্যান্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার ও ডেটা এন্ট্রি অপারেটর-সহ মোট পাঁচজন আধিকারিকের বিরুদ্ধে । রিপোর্ট পাওয়ার পর জাতীয় নির্বাচন কমিশন তাঁদের কাজ থেকে সাসপেন্ডের নির্দেশ দিয়েছিল ৷সাসপেন্ড হওয়া ওই পাঁচজন হলেন দক্ষিণ ২৪ পরগনার ১৩৭ বারুইপুর পূর্ব বিধানসভার ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার (ইআরও) দেবত্তম দত্ত চৌধুরী ও অ্যাসিস্ট্যান্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার (এইআরও) তথাগত মণ্ডল ৷ অন্যদিকে, পূর্ব মেদিনীপুরের ২০৬ ময়না বিধানসভার ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার বিপ্লব সরকার ও অ্যাসিস্ট্যান্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার সুদীপ্ত দাস এবং ১৩৭ বারুইপুর পূর্ব বিধানসভার ডেটা এন্ট্রি অপারেটর সুরজিৎ হালদার |পাশাপাশি এই পাঁচজনের বিরুদ্ধে এফআইআর করার সুপারিশ করেছিল নির্বাচন কমিশন । রাজ্যের মুখ্যসচিবকে চিঠি দিয়ে বিষয়টি জানিয়েও ছিল নির্বাচন কমিশন । মুখ্যসচিব মনোজ পন্থকে লেখা চিঠিতে ইসি জানিয়েছিল যে, সাসপেন্ড হওয়া আধিকারিকরা ভোটার তালিকা তৈরির প্রক্রিয়ায় নির্বাচনী অনিয়মে জড়িত থাকার জন্য দোষী । জনপ্রতিনিধিত্ব আইন অনুসারে, ভোটার তালিকা তৈরি, সংশোধন এবং সংশোধনের সঙ্গে সম্পর্কিত আধিকারিকরা যতদিন নিযুক্ত থাকবেন ততদিনের জন্য তাঁরা কমিশনে ডেপুটেশনে রয়েছেন বলে গণ্য হবেন ।এদিকে ভোটার তালিকা সংশোধনের কাজ সরেজমিনে খতিয়ে দেখতে আগামী সপ্তাহে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমান যাচ্ছেন বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত। হাওড়া জেলা পরিষদের সহ-সভাধিপতি অজয় ভট্টাচার্যর পর এবার এসআইআরের শুনানিতে ডাক পেলেন দক্ষিণ হাওড়ার তৃণমূল বিধায়ক নন্দিতা চৌধুরী। এসআইআরের খসড়া তালিকা প্রকাশের পর নথি যাচাইয়ের জেরে রাজ্যজুড়ে বহু ভোটারকে শুনানিতে হাজির হতে হচ্ছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *