Breaking News

দোকানের সামনেই পড়ে রয়েছে দেহ, ব্যবসায়ীর রহস্যমৃত্যুতে ব্যারাকপুরে চাঞ্চল্য! খুন নাকি অন্য কিছু?তদন্তে পুলিশ

প্রসেনজিৎ ধর :- ব্যারাকপুরে ব্যবসায়ীর রহস্যমৃত্যুতে ছড়াল চাঞ্চল্য। দোকানের পাশ থেকে দেহ উদ্ধারের ঘটনায় স্থানীয় মহলে আলোড়ন সৃষ্টি হয়েছে। ঘটনার খবর পেয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।জানা গিয়েছে, মৃতের নাম উজ্জ্বল ঘোষ। বারাকপুরের ওয়ারলেস মোড়ে একটি দোকান রয়েছে তার। সেখানে পুরনো গাড়ি কেনাবেচা করতেন উজ্জ্বল। বৃহস্পতিবার বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি। তারপর আর ফেরেননি। স্থানীয় সূত্রে খবর, শুক্রবার সকালে এলাকার বাসিন্দারা দোকানের সামনে উজ্জ্বলের দেহ পড়ে থাকতে দেখেন। তড়িঘড়ি খবর দেওয়া হয় মোহনপুর থানায়। পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে পাঠিয়েছে ময়নাতদন্তের জন্য।স্থানীয় বাসিন্দারাই সকালে দেহ পড়ে থাকতে দেখেছিলেন। কী কারণে এই মৃত্যু, খুন নাকি অন্য কিছু তা এখনও স্পষ্ট নয়। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। প্রয়োজনে দোকান ও আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হবে। কথা বলা হবে মৃতের পরিবার, বন্ধুবান্ধবদের সঙ্গেও। মৃতের সঙ্গে আর্থিক লেনদেন নিয়ে কারও কোনও অশান্তি ছিল কি না, তা জানার চেষ্টা করা হচ্ছে বলেও জানিয়েছে পুলিশ। সবদিক খতিয়ে দেখছেন তদন্তকারীরা। রাজ্যে প্রায়ই খুন, রহস্যমৃত্যুর অভিযোগ উঠে আসছে। কখনও সম্পর্কের টানাপোড়েন তো কখনও ব্যবসায়িক শত্রুতা থেকে খুনের ঘটনাও ঘটছে। তবে সূত্রে জানা গেছে, সোমবার রাতে মোটরবাইকে করে বেরিয়েছিলেন উজ্জ্বল ওরফে রানা। একথা জানিয়েছেন মৃতের বন্ধু সৌমেন রায়। রাতে দোকানের সামনে তাঁকে নামিয়ে দিয়ে যান বলে জানিয়েছেন তিনি। তারপর কীভাবে তাঁর মৃত্যু ঘটল তা জানতে তদন্ত শুরু হয়েছে। বন্ধুকেও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *