দেবরীনা মণ্ডল সাহা :-উত্তরবঙ্গে এবার ভাল ফলের জন্য আরও জোর দিচ্ছে তৃণমূল কংগ্রেস |শনিবার আলিপুরদুয়ারে গিয়ে আসন্ন ভোটে বিজেপিকে আনম্যাপ করে দেওয়ার ডাক দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় | পাশাপাশি এও জানিয়ে দিলেন, এক দেশ এক ভোট-এর যে ‘চক্রান্ত’ করা হচ্ছে তা তিনি হতে দেবেন না মানে দেবেনই না।এদিন তাঁর বক্তব্যের অধিকাংশই হিন্দি ভাষায় বলেন অভিষেক | আলিপুরদুয়ারেও তাঁর বক্তব্যের ছত্রে ছত্রে ছিল কেন্দ্রের বিজেপি সরকারের করা বঞ্চনার প্রসঙ্গ |অভিষেক বলেন, ‘‘ধরুন, দুটো মডেল। তৃণমূল এবং বিজেপি। তৃণমূলের মডেল হল, যদি আপনারা না-ও জেতান, তাদের যা কাজ করে যাবে। উন্নয়ন থমকে থাকবে না। কিন্তু বিজেপি? উন্নয়ন থামিয়ে দেবে। ২০২১-এর নির্বাচনে হারের পর বিজেপি বাংলার সঙ্গে বঞ্চনা করছে। ১০০ দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে। আমরা আলিপুরে গত বিধানসভায় ৫টি আসনেই হেরেছি, কিন্তু একজন মা, বোন লক্ষ্মীর ভাণ্ডার পায়নি, দেখান আমাকে। কিন্তু বিজেপি হারার পর সব প্রকল্পের টাকা আটকে দিয়েছে। এটাই ওদের সঙ্গে আমাদের ফারাক। ১৬-এর নির্বাচনের আগে প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন চা বাগান খুলবে, ১০ বছরে খোলা দূরে থাক চা বাগানে নোটিশ পর্যন্ত পায়নি।’’
এরপরেই বিজেপি’র দিকে চ্যালেঞ্জ ছুঁড়ে অভিষেক বলেন, ‘‘বিজেপি নিজেকে একগুয়ে বলে| আমি বিজেপির চেয়ে ১০ গুণ বেশি| আসন্ন নির্বাচনে, ইভিএমের মাধ্যমে তাদের উচিত শিক্ষা দিতে লাইনে দাঁড়ান| যারা সংবিধান পরিবর্তন করতে চায়, শেষ পর্যন্ত তাদের ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হবে |”অভিষেকের কথায়। বিজেপি এখন এসআইআর করে আপনার ভোটাধিকার কেড়ে নিচ্ছে। “কাল মানুষ যাতে বাড়ি থেকে বেরোতে না পারেন, তারও ব্যবস্থা করবে। এদের ছেড়ে দিলে চলবে না। বিজেপি এখন এক দেশ এক ভোটের দিকে এগোচ্ছে। তখন ভোটারদের আর কিছু বলার থাকবে না।” অভিষেক জানান, তিনি কোনও ভাবে এক দেশ এক ভোট করতে দেবেন না |
Hindustan TV Bangla Bengali News Portal