দেবরীনা মণ্ডল সাহা :-গঙ্গাসাগর মেলা উপলক্ষে একগুচ্ছ স্পেশাল ট্রেন চালাতে চলেছে পূর্ব রেল। বিশেষ করে শিয়ালদহ ডিভিশনের দক্ষিণ শাখায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। গঙ্গাসাগর মেলা উপলক্ষে ১০ জানুয়ারি থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত, এই ৭ দিনে ১২৬টি অতিরিক্ত EMU পরিষেবা শুরু করছে রেলওয়ে। পূর্ব রেলের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১০ জানুয়ারি থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত আপ লাইনে প্রতিদিন ১০টি অতিরিক্ত লোকাল ট্রেন চালানো হচ্ছে। আবার ডাউন লাইনে প্রতি দিন চালানো হচ্ছে ৮টি করে লোকাল ট্রেন।কুম্ভমেলার ভিড় থেকে শিক্ষা নিয়ে মেলার জনজোয়ার সামলাতে এবার বিশেষ সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করেছে শিয়ালদহ রেল ডিভিশন। আগামী ৯ তারিখ থেকে শুরু হওয়া গঙ্গাসাগর মেলাকে ঘিরে একসপ্তাহ আগে থেকে সেই প্রস্তুতি শুরু হয়ে গেল। শিয়ালদহের ডিআরএম রাজীব সাক্সেনা শুক্রবার এলাকা পরিদর্শন করেছেন। তিনি জানিয়েছেন, শিয়ালদহ থেকে নামখানা, কাকদ্বীপ, লক্ষ্মীকান্তপুর পর্যন্ত মোট ১০টি ইএমইউ এবং ২৩ জোড়া ‘মেলা স্পেশাল ট্রেন’ চালানো হবে। এই ট্রেনগুলি মোট ৭ দিন ধরে চলবে যাত্রীদের সুবিধায়। গত বছর গঙ্গাসাগর মেলায় মোট ৬ দিন বাড়তি ট্রেন চালানো হয়েছিল। কিন্তু এবছর পূণ্যার্থীদের কথা ভেবে এবছর ৭ দিনই চলবে অতিরিক্ত বিশেষ ট্রেন।
Hindustan TV Bangla Bengali News Portal