প্রসেনজিৎ ধর, কলকাতা :- বারুইপুরের জনসভার র্যাম্পে তিন জনকে তুলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) খসড়া তালিকায় তাঁরা ‘মৃত’! সেই ঘটনা নিয়ে রিপোর্ট জমা পড়ল নির্বাচন কমিশনের কাছে। সংশ্লিষ্ট ইআরও সেই রিপোর্ট পাঠিয়েছেন। কমিশন সূত্রে খবর, অনিচ্ছাকৃত ভুলের কথা রয়েছে ওই রিপোর্টে।বছর শুরুর দ্বিতীয় দিনে বারুইপুরে সভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বক্তৃতার মাঝেই সভামঞ্চে তিন জনকে হাজির করান তিনি। তাঁদের মধ্যে দু’জন পুরুষ। এক জনের নাম মনিরুল মোল্লা। অন্যজনের নাম হরেকৃষ্ণ গিরি। তৃতীয় জন এক মহিলা। তাঁর নাম মায়া দাস বলে জানান অভিষেক। অভিষেকের অভিযোগ, এই তিন জনকে এসআইআর প্রক্রিয়ায় মৃত ঘোষণা করেছে নির্বাচন কমিশন! ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বলেন, “এই যে তিন জনকে দেখছেন, তাঁদের এই দু’জন (সভামঞ্চে হাজির হওয়া দুই পুরুষকে দেখিয়ে) মেটিয়াবুরুজের বাসিন্দা। আর ইনি (মহিলাকে দেখিয়ে) কাকদ্বীপের। নির্বাচন কমিশন এঁদের মৃত ঘোষণা করেছে। শুধু এঁরাই নয়, এঁদের মতো আরও ২৪ জন রয়েছেন দক্ষিণ ২৪ পরগনায়, যাঁদের মৃত ঘোষণা করেছে নির্বাচন কমিশন।”কমিশন সূত্রে খবর, রবিবার জমা পড়া রিপোর্টে মনিরুল এবং হরেকৃষ্ণের ক্ষেত্রে অনিচ্ছাকৃত ভাবে ভুল বলে জানানো হয়েছে। বুথে তৈরি বাদের তালিকায় নাম ছিল না তাঁদের। পরে কমিশনের ওয়েবসাইটে দেওয়া বাদের তালিকায় দেখা যায় তাঁদের নাম রয়েছে। ওই ঘটনা নজরে আসার পরে সংশ্লিষ্ট বিএলও মনিরুল এবং হরেকৃষ্ণের বাড়িতে যান। তাঁদের ক্ষেত্রে ফর্ম-৬ পূরণ করে নতুন ভাবে নাম তোলার আবেদন করা হয়েছে।
Hindustan TV Bangla Bengali News Portal