Breaking News

এসএলএসটি চাকরিপ্রার্থীদের বিকাশভবন অভিযান ঘিরে ধুন্ধুমার!জমায়েত শুরু হতেই ধরপাকড় পুলিশের

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- বছরের শুরুতেই চাকরিপ্রার্থীদের বিকাশভবন অভিযান ঘিরে ধুন্ধুমার। সোমবার বঞ্চিত ফ্রেশার্স চাকরিপ্রার্থীদের বিকাশ ভবন অভিযান ছিল। তাঁদের মূল দাবি, যোগ্য চাকরিপ্রার্থীদের দেওয়া অভিজ্ঞতার ভিত্তিতে ১০ নম্বর বাতিল করতে হবে। শূন্যপদ বাড়াতে হবে। কিন্তু সেখানে বাধা পুলিশের। পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি শুরু হয় চাকরিপ্রার্থীদের। ২ জন চাকরিপ্রার্থীকে আটক করে পুলিশ। এরপর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। টেনে হিঁচড়ে চাকরিপ্রার্থীদের প্রিজন ভ্যানে তোলার চেষ্টা করে পুলিশ।সোমবার দুপুরে পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী করুণাময়ী থেকে বিকাশ ভবন পর্যন্ত বিক্ষোভ মিছিলের ডাক দেন চাকরিপ্রার্থীরা। কিন্তু শুরুতেই পুলিশি বাধায় উত্তাল হয়ে ওঠে পরিস্থিতি। এদিন সকাল থেকেই কড়া নিরাপত্তার মোড়কে মুড়ে ফেলা হয় করুণাময়ী চত্বর। মোতায়েন করা হয় বিশাল পুলিশবাহিনী। বেলা একটার পর চাকরিপ্রার্থীদের জমায়েত শুরু হতেই ‘অ্যাকশন’ মুডে দেখা যায় পুলিশকে। একের পর এক আন্দোলনকারীকে আটক করা হয়। যা নিয়ে রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন চাকরিপ্রার্থীরা। চাকরিপ্রার্থীদের দাবি, আমরা কোনও জঙ্গি আন্দোলন করতে আসেনি। শান্তিপূর্ণভাবে বিকাশভবনে ডেপুটেশন দিতে এসেছিলাম। এরপরেও জোর করে তাঁদের আটকানো হল।আন্দোলনকারী চাকরিপ্রার্থীরা বলেন, ”কোনওভাবেই অভিজ্ঞদের ১০ নম্বর দেওয়া যাবে না। এমনকী পুরানো প্যানেল থেকে নিয়োগ করা যাবে না।” এরপরেও তা করা হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি চাকরিপ্রার্থীদের।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *