প্রসেনজিৎ ধর, কলকাতা :- খসড়া তালিকায় নেই নাম। এসআইআর-এর শুনানিতে ডাক পেয়েছেন অভিনেতা তথা ঘাটালের তৃণমূল সাংসদ দীপক অধিকারী ওরফে দেব, তেমনটাই দাবি করেছেন ৯৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৌসুমী দাসের। দেবের আদি বাড়ি পশ্চিম মেদিনীপুরে ঘাটালে। সেখানেই তাঁর জন্ম। পরবর্তী সময়ে বাবার কর্মসূত্রে মুম্বইয়ে গিয়ে থাকতে শুরু করেন দেব ও তাঁর পরিবার। অভিনয় সূত্রে অনেক পরে তিনি কলকাতায় এসে পাকাপাকি বসবাস শুরু করেছেন। দক্ষিণ কলকাতার সাউথ সিটি আবাসন তাঁর স্থায়ী ঠিকানা। টলিউডের সুপারস্টার হওয়ার পাশাপাশি দেব এখন একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। নিজের জন্মস্থান ঘাটাল থেকে তিনবারের সাংসদ তিনি। এহেন ব্যক্তিত্বকেও নিজের নাগরিকত্বের প্রমাণ দিতে হবে, এমনই নির্দেশ নির্বাচন কমিশনের। শুধু দেবকে নয়, তাঁর পরিবারের তিনজনকেও শুনানিতে ডাকা হয়েছে।এর আগে শুনানির নোটিস পেয়েছিলেন জনপ্রিয় অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। তিনিও পশ্চিম মেদিনীপুরের আদি বাসিন্দা। পরে কর্মসূত্রে সপরিবারে চলে আসেন কলকাতায়। অনির্বাণের বিরুদ্ধে অভিযোগ, এনুমারেশন ফর্ম ফিলআপের সময়ে ২০০২ সালের কোনও নথি দেননি। তাই তাঁকে শুনানিতে ডাকা হয়েছে। অন্যদিকে, টালিগঞ্জের বাসিন্দা দুই অভিনেতা দম্পতি কৌশিক বন্দ্যোপাধ্যায় ও লাবণী সরকারও পেয়েছিলেন এসআইআর শুনানির নোটিস|ওদিকে দেবকে তলবের ঘটনায় রেগে আগুন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। দলের তিনবারের জয়ী সাংসদ দেব। গোটা বাংলা তাঁকে এক ডাকে চেনে। তিনি বাংলার গর্ব। অহেতুক হয়রানি নিয়ে সরব হয়েছে কুণাল ঘোষ। তিনি বলেন, ‘অন্যায়ভাবে হয়রান করছে নির্বাচন কমিশন’। কুণাল ঘোষ পালটা বলেন, দেবের উচিত ‘ঢাকঢোল পিটিয়ে’ এসআইআর শুনানিতে হাজির হওয়া। কারণ ‘এরপর যাঁরা ডেকেছে, তাঁরা ওই বিপুল ভিড় সামলাবে |’
Hindustan TV Bangla Bengali News Portal