দেবরীনা মণ্ডল সাহা :-মঙ্গলবার রামপুরহাটের জনসভায় যোগ দিতে যাওয়ার পথে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কপ্টার ওড়ার অনুমতি দেয়নি ডিজিসিএ। এনিয়ে দীর্ঘ টালবাহানার পর অবশেষে বিকল্প ব্যবস্থা করা হয় তৃণমূলের তরফে। নির্ধারিত সময়ের ২ ঘণ্টা দেরিতে রামপুরহাটে সভায় পৌঁছন অভিষেক। আর সেখানে পৌঁছে তিলাই ময়দানের জনসভায় এনিয়ে বিজেপির বিরুদ্ধে গর্জে উঠলেন অভিষেক। অভিষেক বন্দোপাধ্যায় রামপুরহাটের সভায় প্রথমেই ব়্যাম্পে হাঁটেন। তারপরই তিনি ভাষণ দিতে ওঠেন। সেখানেই হেলিকপ্টার ইস্যুতে সরব হন। তিনি বলেন, ‘নির্বাচন সরকারিভাবে এখনও ঘোষণা করা হয়নি। তার আগেই বাংলা বিরোধী জমিদারদের চক্রান্ত। আমার কপ্টারের অনুমতি যা সকাল ১১টায় দেওযার কথা তা এখনও দেওয়া হয়নি। মাঝে ভেবেছিলাম গাড়িতে আসব। কিন্তু আমি যদি বেলা ১১টায় বেরহই তাহলেও ৫ ঘণ্টার রাস্তা ৫ টা বেজে যাবে পৌঁছাতে। তাই বুদ্ধি খাটিয়ে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সঙ্গে কথা বলে কপ্টার আনলাম। বিজেপির যা জেদ তার ১০ গুণ বেশি জেদ আমার। আমি কথা রাখি। দেরি হলেও বলেছি যাব। ১০টা মানুষ থাকলেও কথা বলবে। তৃণমূলের হয়ে কথা বলব।’এই ঘটনাকে চক্রান্ত হিসেবে দেখছেন অভিষেক। তাঁর দাবি, এখনও ভোট শুরু হয়নি, ভোটের দিনকাল ঘোষণা হয়নি, তার আগেই ‘বাংলা বিরোধী’ বিজেপি ‘চক্রান্ত’ শুরু করে দিয়েছে। দুপুর সাড়ে ১২টা-১টার মধ্যে বীরভূমে পৌঁছে তারাপীঠের মন্দিরে পুজো দিয়ে সভামঞ্চে চলে আসার কথা থাকলেও, হেলিকপ্টারের অনুমতি না পাওয়ায় তা পিছিয়ে যায় বলেও এদিন জানান অভিষেক।২০২৪-এর লোকসভা ভোটে বীরভূমে তৃণমূল তাদের জয়ের ধারা অব্যাহত রেখেছে। সবক’টি লোকসভা আসনেই ঘাসফুল ফুটেছে। অভিষেক এ দিন বার্তা দেন, যতই SIR হোক, এই বিধানসভা ভোটে ১১-০ চাই বীরভূমে।
Hindustan TV Bangla Bengali News Portal