প্রসেনজিৎ ধর :-পশ্চিমবঙ্গে নতুন ডিজিপি নিয়োগ ঘিরে তৈরি হল বড় জটিলতা। বর্তমান ডিজিপি রাজীব কুমারের মেয়াদ শেষ হতে চলেছে। তার আগেই নতুন ডিজিপি নিয়োগের জন্য যে প্রস্তাব রাজ্য সরকার পাঠিয়েছিল, তা ফেরত পাঠাল ইউপিএসসি। শুধু তাই নয়, এই বিষয়ে রাজ্যকে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার পরামর্শও দিয়েছে কমিশন | রাজ্যের মুখ্যসচিবকে পাঠানো চিঠিতে কমিশন সুপ্রিম কোর্টে পঙ্কজ সিং বনাম ভারত সরকারের মামলার উদাহরণ দেখিয়েছে| ওই মামলায় ২০১৮ সালের ৩ জুলাই সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, পুলিশের ডিজি-রা অবসর নেওয়ার তিন মাস আগেই তাঁদের উত্তরসূরি বাছার প্রক্রিয়া শুরুর জন্য ইউপিএসসি-কে প্রস্তাব দিতে হবে সব রাজ্যকে| যাতে স্বচ্ছ, মেধার ভিত্তিতে এবং যথাসময়ে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা যায়|
বর্তমান ডিজিপি রাজীব কুমারের মেয়াদ শেষ হচ্ছে আগামী ৩১ জানুয়ারি। তার আগেই নতুন ডিজিপি নিয়োগের জন্য নামের তালিকা ইউপিএসসি-র কাছে পাঠানো হয়েছিল রাজ্যের তরফে। কিন্তু সেই তালিকাই ফেরত এসেছে। ইউপিএসসি সূত্রে জানা গিয়েছে, পশ্চিমবঙ্গ সরকার গত বছরের ১৬ ও ২৩ জুলাই কমিশনে চিঠি পাঠিয়ে ডিজিপি পদের জন্য প্যানেল তৈরির প্রস্তাব দেয়। ওই প্রস্তাবে বলা হয়, রাজ্যে ডিজিপি পদের শূন্যতা তৈরি হয়েছে ২০২৩ সালের ২৮ ডিসেম্বর। সেই সময় থেকেই রাজীব কুমার অ্যাক্টিং বা ভারপ্রাপ্ত ডিজি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। কিন্তু ইউপিএসসি জানায়, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এই প্রস্তাব অনেক আগেই পাঠানো উচিত ছিল।
Hindustan TV Bangla Bengali News Portal