Breaking News

সাগর দত্ত মেডিক্যালের মর্গে দেহ রাখতে ২২ হাজার দাবি! বিধায়ক মদন মিত্রকে মৃতের ছেলে ফোন করতেই আটক কর্মী

নিজস্ব সংবাদদাতা:-সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে মর্গে দেহ রাখার জন্য ২২ হাজার টাকা চাওয়ার অভিযোগ। মৃতের ছেলের ফোন পেয়ে দ্রুত পদক্ষেপ কামারহাটি তৃণমূল বিধায়ক মদন মিত্রের | ইতিমধ্যেই অভিযুক্ত কর্মীকে আটক করা হয়েছে।মঙ্গলবার বরাহনগর পুরসভার এলাকার এক নম্বর ওয়ার্ডে অনির্বাণ রায় নামে ৭০ বছর বয়সী এক বৃদ্ধের থেকে দেহ উদ্ধার হয়। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখার জন্য পাঠায় বরাহনগর থানার পুলিশ। সেখানে পৌঁছতেই মর্গে দেহ প্যাকিং করার জন্য হাসপাতালেরই কর্মী আকাশ মল্লিক ২২ হাজার টাকা দাবি করেন বলে অভিযোগ করেছেন মৃতের ছেলে অর্পণ রায় | তিনি ফোনে গোটা ঘটনা জানান বিধায়ক মদন মিত্রকে| দ্রুত সেখানে পৌঁছন তৃণমূল কর্মীরা। উপস্থিত হয়ে কামারহাটি থানার পুলিশ। এরপরই অভিযুক্তকে আটক করা হয়েছে। দীর্ঘদিন ধরে এই হাসপাতালে রোগী ও তাঁদের পরিবারের সদস্যদের হয়রান করার অভিযোগ উঠছে। কিছুক্ষণের মধ্যেই পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতির রাশ নিজের হাতে নেয়। অর্পণের কথায়, “বাড়িতেই বাবার মৃত্যু হয়। দেহ মর্গে রাখা ছিল। ডোমরা নানা অজুহাত দেখিয়ে ২২ হাজার টাকা দাবি করেন। পরে প্রশাসনের হস্তক্ষেপে দেহ পাই।” ঘটনায় ক্ষুব্ধ মদন মিত্র বলেন, “মুখ্যমন্ত্রী এত টাকা খরচ করে আধুনিক হাসপাতাল তৈরি করেছেন। সেখানে এক কর্মী মর্গে দেহ রাখার জন্য ২২ হাজার টাকা চান, এই প্রথম শুনলাম! আমাদের ছেলেরা গিয়ে বিষয়টি সামলায়।”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *