Breaking News

কলকাতার ভুটিয়া মার্কেটে বিধ্বংসী আগুন, মুহূর্তে পুড়ে ছাই ৫৫টি দোকান!বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- শীতের শহরে ফের জোড়া অগ্নিকাণ্ড। ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই শহরে পরপর আগুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার সকালে নিউটাউনের পর বিকেলের দিকে আগুন লাগল মধ্য কলকাতার ওয়েলিংটনের ভুটিয়া মার্কেটে|
দমকল সূত্রে খবর, এদিন বিকেল ৪টে ৪২ মিনিট নাগাদ দমকলের কন্ট্রোল রুমে ভুটিয়া মার্কেটে আগুন লাগার খবর আসে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে ছুটে যায় দমকলের ৪ টি ইঞ্জিন। ভুটিয়া মার্কেট মূলত শীতবস্ত্রের বাজার। প্রচুর পরিমাণে উল ও সিন্থেটিক কাপড় মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ার প্রবল আশঙ্কা তৈরি হয়। তাই দমকলকর্মীরা অত্যন্ত তৎপরতার সঙ্গে আগুন নেভানোর কাজ শুরু করেন। জনবহুল এলাকায় এবং দাহ্য বস্তু থাকায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।ভুটিয়া সম্প্রদায়ের ব্যবসায়ীদের পাশাপাশি এই বাজারে দীর্ঘদিন ধরে একাধিক স্থানীয় ব্যবসায়ী শীতবস্ত্র ও বিভিন্ন ধরনের পোশাকের দোকান চালাতেন। হঠাৎ এই আগুনে কার্যত সর্বস্ব হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন বহু ব্যবসায়ী। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। আগুন নেভাতে কাজে লাগে দমকলের চারটি ইঞ্জিন। আগুনের তীব্রতায় চারদিক ঢেকে যায় ঘন কালো ধোঁয়ায়। কিছু সময়ের জন্য গোটা এলাকায় চরম আতঙ্কের পরিবেশ তৈরি হয়।প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত হতে পারে। যদিও ঠিক কী কারণে এত বড় অগ্নিকাণ্ড ঘটল, তা খতিয়ে দেখছে দমকল ও পুলিশ প্রশাসন। তদন্ত না শেষ হওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছু বলতে চাইছেন না আধিকারিকরা।এর আগে এদিন সকালেই আগুনের গ্রাসে পড়েছিল নিউটাউনের থাকদাঁড়ি এলাকার একটি বহুতল। ওই বহুতলে একটি বেসরকারি সংস্থার অফিসও রয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বহুতলটির ওপরের তলায় যাওয়ার সিঁড়ি বন্ধ থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলকর্মীদের বেশ বেগ পেতে হয়। তবে দীর্ঘক্ষণের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। স্বস্তির খবর হলো, নিউটাউনের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে দমকল জানিয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *