দেবরীনা মণ্ডল সাহা :-নির্বাচন আবহে, এবার সাগরদীঘিতে মাদক কারবারের পর্দাফাঁস। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ হেরোইন উদ্ধার করল সাগরদীঘি থানার পুলিস। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের সাগরদীঘির কাবিলপুর এলাকায়।
পুলিশ সূত্রে খবর, বুধবার বিকেলে সাগরদীঘি থানার পুলিস কাবিলপুর তেঘরিপাড়া এলাকায় রাকিবুল সেখের বাড়িতে হানা দেয়। তল্লাশি চালিয়ে ওই বাড়ি থেকেই উদ্ধার হয় ৫ কেজি ২৮৭ গ্রাম হেরোইন। ঘটনাস্থল থেকেই রাকিবুল সেখ সহ তার পরিবারের ৪ জনকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে দু’জন মহিলা।পাশাপাশি লালগোলা এলাকার|
জানা গিয়েছে, সাগরদিঘি থানার কাবিলপুরের কয়েলপাড়া এলাকায় পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ হেরোইন উদ্ধার করেছে। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে পুলিশ ওই এলাকায় তল্লাশি চালায় বলে জানা গিয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, কাবিলপুর কয়েলপাড়া এলাকায় অবস্থিত লালগোলা থানার বাসিন্দা ইব্রাহিম শেখ। অভিযোগ, তাঁর বোনের বাড়ির ছাদের উপর অত্যন্ত কৌশলে লুকিয়ে রাখা হয়েছিল বিপুল পরিমাণ মাদক। সেখান থেকে প্রায় তিন কেজি পরিশুদ্ধ হেরোইন পাউডার এবং দুই কেজি ২০০ গ্রাম অপরিশুদ্ধ হেরোইন পাউডার উদ্ধার করা হয়।প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান, দীর্ঘদিন ধরেই ওই বাড়িতে হেরোইন তৈরির কাজ চলছিল। উদ্ধার হওয়া মাদকের আন্তর্জাতিক বাজার মূল্য কয়েক কোটি টাকা বলে অনুমান তদন্তকারীদের।ধৃতদের বৃহস্পতিবার বহরমপুরে মাদকদ্রব্য সংক্রান্ত বিশেষ আদালতে তোলা হয় । আমজনতার মাঝখানে বসতি এলাকায় এইভাবে তলেতলে মাদক তৈরির কারবারের কিভাবে এত বারবৃদ্ধি হল তা নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ |
Hindustan TV Bangla Bengali News Portal