প্রসেনজিৎ ধর, কলকাতা :- বৃহস্পতিবার ইডি-র তল্লাশি চলাকালীন আইপ্যাক-এর অফিস এবং সংস্থার কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে হাজির হয়ে তিনি কোনও অন্যায় করেননি বলে দাবি করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি দাবি করলেন, গতকাল যা করেছেন তিনি তৃণমূলের চেয়ারপার্সন হিসেবেই করেছেন৷ মমতা বন্দ্যোপাধ্যায় এদিনও অভিযোগ করেছেন, তিনি যাওয়ার আগেই ইডি তৃণমূল সংক্রান্ত যাবতীয় নথি সরিয়ে নিয়েছে৷ইডির তল্লাশির মাঝেই আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের বাড়ি থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সবুজ ফাইল হাতে বেরোতে দেখা যায়,সেই দৃশ্য ঘিরেই বৃহস্পতিবার রাত থেকে রাজ্য রাজনীতিতে জল্পনার ঝড়। ফাইলে কী ছিল, ইডির অভিযান চলাকালীন মুখ্যমন্ত্রী আদৌ কিছু নিয়ে যেতে পারেন কি না, বিরোধীদের এহেন প্রশ্নের জবাব শুক্রবার হাজরার প্রতিবাদ সভা থেকে দিলেন মমতা নিজেই। হাজরার মঞ্চে মুখ্যমন্ত্রী স্পষ্ট করে বলেন, “কাল যা করেছি, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান হিসেবে করেছি। কোনও অন্যায় করিনি। তুমি খুন করতে এসেছিলে। চোরের মতো আমার সমস্ত ডেটা চুরি করতে এসেছিলে। জোড়াফুলটা যদি রক্ষা না হয়, মানুষের হয়ে লড়াই করব কী করে?”এরপরই বিজেপির বিরুদ্ধে আক্রমণে সুর চড়িয়ে দলের নেতা, কর্মীদের উদ্দেশে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “অনেক সহ্য করেছি। আর নয়। পাড়ায় পাড়ায় বিজেপির মৃত্যু ঘণ্টা বাজিয়ে দিন। মা, বোনেদের আঘাত করলে ভাইয়েরা বুঝে নেবে।”হাজরার মঞ্চে মুখ্যমন্ত্রী স্পষ্ট করে বলেন, “কাল যা করেছি, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান হিসেবে করেছি। কোনও অন্যায় করিনি। তুমি খুন করতে এসেছিলে। চোরের মতো আমার সমস্ত ডেটা চুরি করতে এসেছিলে। জোড়াফুলটা যদি রক্ষা না হয়, মানুষের হয়ে লড়াই করব কী করে?” এরপরই বিজেপির বিরুদ্ধে আক্রমণে সুর চড়িয়ে দলের নেতা, কর্মীদের উদ্দেশে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “অনেক সহ্য করেছি| আর নয়| পাড়ায় পাড়ায় বিজেপির মৃত্যু ঘণ্টা বাজিয়ে দিন| মা, বোনেদের আঘাত করলে ভাইয়েরা বুঝে নেবে|”আইপ্যাক যে অতীতে বিজেপি সহ অন্যান্য রাজনৈতিক দলের হয়ে কাজ করেছে, সেকথাও মনে করিয়ে দিয়েছেন তৃণমূলনেত্রী | মমতা বলেন, আইপ্যাক তো ২০১৪ সালে নরেন্দ্র মোদির হয়ে কাজে করেছিল | চন্দ্রবাবু নাইডু, জগন, নীতীশের জন্য কাজ করেছে৷ তখন প্রশান্ত কিশোর ছিল| এখন মালিকানা বদল হয়েছে| ওদের আমরা আইটি সেল দেখার দায়িত্ব দিয়েছি |
Hindustan TV Bangla Bengali News Portal