দেবরীনা মণ্ডল সাহা:-বিধানসভা নির্বাচনের আগেই কর্মসংস্থান নিয়ে বড় বার্তা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কর্মসংস্থান হবে হাজার হাজার মানুষের। শনিবার বাঁকুড়ার শালতোড়ার সভায় গিয়ে এমনই আশ্বাস দিলেন তিনি। অভিষেক জানিয়েছেন, আগামী দু’মাসের মধ্যেই শালতোড়ায় সবকটি পাথর খাদান এবং ক্র্যাশারের কাজ চালু হয়ে যাবে। বাঁকুড়ায় শালতোড়ার সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ”আগামী দুমাসের মধ্যে শালতোড়ায় সবকটি পাথর খাদান এবং ক্র্যাশারের কাজ শুরু হয়ে যাবে। সেটা হলেই ১৫ হাজার লোকের কর্মসংস্থান হবে।” এদিন ভাষণের আগাগোড়াই আক্রমণাত্মক ছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ। তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ১৫ বছর ক্ষমতায়, আর মোদী সরকার ১২ বছর। বাঁকুড়ার জন্য কে কী করেছে, তার হিসাব হোক।” বিজেপি নেতাদের প্রতি চ্যালেঞ্জ ছুঁড়ে তিনি বলেন, “বাঁকুড়া বা বিষ্ণুপুরের যে কোনও একটা মাঠ বেছে নিন। এক ঘণ্টা সময় দিন। একদিকে আমি থাকব আমাদের সরকারের রিপোর্ট কার্ড নিয়ে, অন্যদিকে বিজেপির নেতারা আসুক মোদী সরকারের খতিয়ান নিয়ে। ভোকাট্টা করে মাঠের বাইরে বের করে দিতে না পারলে মানুষের সামনে মুখ দেখাব না।” সভায় তিনি বিজেপিকে কটাক্ষ করে বলেন, “কোনও ভদ্রলোক বিজেপি করে না। যত মাতাল, পাতাখোর, চোর, চিটিংবাজ, সব বিজেপিতে।”শালতোড়ার দীর্ঘদিনের সমস্যা পাথর খাদান ও ক্রাশার শিল্প নিয়ে এদিন বড় ঘোষণা করেন অভিষেক। তিনি অভিযোগ করেন, কেন্দ্রীয় খনি মন্ত্রকের ছাড়পত্র ও আইনি জটিলতায় বহু খাদান বন্ধ হয়ে আছে। তবে তিনি আশ্বস্ত করেন, “গত দু’মাস ধরে আমি এই জটিলতা কাটানোর কাজ করেছি। আজ সকালেই মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। ৩১ মার্চের মধ্যে আইনি প্রক্রিয়া মেনে সমস্ত খাদান ও ক্রাশার চালু করা হবে। এর ফলে আগামী দিনে এই এলাকায় অন্তত ২৫ হাজার মানুষের নতুন করে কর্মসংস্থান হবে। কথা দিয়ে কথা রাখার নামই তৃণমূল কংগ্রেস।”
Hindustan TV Bangla Bengali News Portal