Breaking News

প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার লোনের নামে প্রতারণা! প্রতারণা করে যাদবপুরে পুলিশের জালে ৫ জন

প্রসেনজিৎ ধর, কলকাতা :- প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা (পিএমএমওয়াই)-র অধীনে ঋণ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রতারণার অভিযোগ উঠেছে। এই ঘটনায় পূর্ব যাদবপুরে পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতেরা কর্নাটক এবং বিহার থেকে এসেছেন। পূর্ব যাদবপুরের একটি আবাসনে তল্লাশি চালিয়ে শুক্রবার তাঁদের গ্রেফতার করা হয়েছে। শনিবার তাঁদের আদালতে হাজির করানো হয়।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম অমিত খান, রথিন সিডি, মহম্মদ নাজিমউদ্দিন সিদ্দিকি, বিশাল সিন্ধে, মধুসূদন এইচআর। ধৃতদের মধ্যে রথিন, নাজিমউদ্দিন, বিশাল ও মধুসূদন কর্নাটকের বাসিন্দা। অমিত বিহারের বাসিন্দা। প্রত্যেকেই থাকছিলেন পূর্ব যাদবপুর থানা এলাকায়। ধৃতদের থেকে আটটি স্মার্ট ফোন ও ৬টি কিপ্যাড ফোন বাজেয়াপ্ত করা হয়। অভিযুক্তদের আজ, শনিবার তাঁদের আদালতে পেশ করা হবে। জানা গিয়েছে, অভিযুক্তরা ছোট ব্যবসায়ীদের প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার লোন পাইয়ে দেওয়ার নামে প্রতারণা করেছে।উল্লেখ্য, ৭ জানুয়ারি পূর্ব যাদবপুর থানায় একটি ঋণ প্রতারণা চক্রের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়। সেই তদন্তে নেমে কয়েকজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁদের জিজ্ঞাসাবাদ করে বাকি ধৃতদের খোঁজ পান তদন্তকারীরা। তারপরই অভিযান চলে। পূর্ব যাদবপুরের নিতাইনগরের একটি আবাসনের তৃতীয় তলার একটি ঘর থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। ধৃতদের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইন ও ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারা যুক্ত করে তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার মূলে পৌঁছতে চাইছেন তদন্তকারীরা।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *