Breaking News

ফেসবুকে আগ্নেয়াস্ত্র হাতে ছবি পোস্ট! পুলিশের জালে ভাটপাড়ার রিয়া

প্রসেনজিৎ ধর,কলকাতা :- ফেসবুকে আগ্নেয়াস্ত্র হাতে ছবি পোস্ট করাই শেষ পর্যন্ত কাল হল। সোশ্যাল মিডিয়ার সেই সূত্র ধরেই আগ্নেয়াস্ত্র ও কার্তুজ-সহ এক মহিলাকে গ্রেফতার করল ভাটপাড়া থানার পুলিশ। ধৃতের নাম রিয়া সিং কর্মকার। ঘটনাটি ঘটেছে ভাটপাড়া থানার অন্তর্গত নারায়ণপুর শীতলাতলা এলাকায়। খবর ছড়িয়ে পড়তেই শোরগোল শুরু হয়ে যায় এলাকায়। কৌতূহলী জনতার ভিড় বাড়তে থাকে রিয়ার বাড়ির আশেপাশে। পুলিশ সূত্রে খবর, সম্প্রতি ওই মহিলা আগ্নেয়াস্ত্র হাতে একটি ছবি ফেসবুকে আপলোড করেছিলেন।স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, বছর ২৯-এর তরুণী রিয়া কর্মকার সিংয়ের বাড়ি ভাটপাড়ার রথতলা শীতলাতলা এলাকায়। স্বামীর মৃত্যুর পর ওই তরুণী বাপেরবাড়িতেই থাকতেন। গত ২৯ ডিসেম্বর তিনি নিজের ফেসবুক প্রোফাইল থেকে আগ্নেয়াস্ত্র হাতে একটি ছবি পোস্ট করেন বলে অভিযোগ। আগ্নেয়াস্ত্রটি একটি সেভেন এমএম পিস্তল বলে জানা গিয়েছে। ওই ছবি সোশাল মিডিয়ায় ছাড়ার পরই হইচই শুরু হয়েছিল | ঝড়ের গতিতে সেই ছবি শেয়ার হয়েছিল বলেও খবর। নেটিজেনরা বিভিন্ন প্রশ্নও ছুড়ে দিয়েছিলেন।সেই ছবি নজরে আসে ভাটপাড়া থানার পুলিশের। বিভিন্ন জায়গা থেকে তথ্য, সূত্র খুঁজতে শুরু করেন তদন্তকারীরা। বৃহস্পতিবার রাতে শেষপর্যন্ত ওই তরুণীকে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে খবর, উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রটি একটি ওয়ান সাটার। প্রাথমিক জেরায় ধৃত তরুণী জানিয়েছেন, ছবিতে থাকা আগ্নেয়াস্ত্রটি তাঁর এক বন্ধুর। তদন্তকারীরা ওই বন্ধুর খোঁজ শুরু করেছেন।ধৃতকে ইতিমধ্যেই ব্যারাকপুর আদালতে পেশ করা হয়েছে। তবে একজন মহিলার কাছে আগ্নেয়াস্ত্র এল কোথা থেকে, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। পরিবারের লোকজনও বিশেষ কিছু বলতে পারছেন না। পুলিশ তদন্ত করে দেখছে, ওই পাইপগানটি তিনি কী উদ্দেশ্যে ব্যবহার করতেন। এর পেছনে কি নিছকই শখ, নাকি কোনো অপরাধমূলক পরিকল্পনা ছিল?

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *