প্রসেনজিৎ ধর, হুগলি:- পুরুলিয়া থেকে জনসভা সেরে ফেরার পথে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা বিধানসভার অন্তর্গত চন্দ্রকোনা রোড বাজারে রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক, বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর গাড়ির উপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ ওঠে। এই ঘটনার প্রতিবাদে হুগলির শেওড়াফুলিতে বিজেপি নেতা দিলীপ সিং-এর নেতৃত্বে শেওড়াফুলি ফাঁড়ি ঘেরাও করে জিটি রোড অবরোধ করে বিজেপি কর্মী-সমর্থকদের বিক্ষোভ।
রাস্তা অবরোধের জেরে গুরুত্বপূর্ণ এই জাতীয় সড়কে যান চলাচল সম্পূর্ণভাবে ব্যাহত হয় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়|খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শ্রীরামপুর থানার বিশাল পুলিশ বাহিনী।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। বিজেপি নেতা দিলীপ সিং-এর দাবি, বিরোধী দলনেতার নিরাপত্তা নিয়ে চরম অবহেলা করা হয়েছে এবং এই ঘটনায় দ্রুত তদন্ত ও দোষীদের গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে।মানুষকে মেরে দিতে চাইছে, কোনো মানুষের নিরাপত্তা নেই। মানুষকে যদি নিরাপত্তা দিতে না পারেন, তাহলে মুখ্যমন্ত্রী পদত্যাগ করুন।
Hindustan TV Bangla Bengali News Portal