দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- বিধানসভা নির্বাচনের প্রাক্কালে সোশ্যাল মিডিয়ার গুরুত্ব কতখানি এবং মানুষের কাছে তৃণমূল কংগ্রেসের কথা পৌঁছে দিতে, কীভাবে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করতে হবে| সোমবার এই বিষয়ে তাঁর দলের সোশ্যাল মিডিয়ার ‘যোদ্ধাদের’ বিশদে পরামর্শ দিলেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় | এদিন মঞ্চ থেকে অভিষেক বললেন, “মেজো-সেজো নেতার নামে জয়ধ্বনি নয়। দলকে ভালোবাসুন।” নেতা-কর্মীদের তৃণমূল সাংসদের নির্দেশ, তৃণমূল সরকারের জনমুখী প্রকল্পের কথা মানুষের সামনে তুলে ধরতে হবে।এদিনের মঞ্চে দাঁড়িয়ে অভিষেক বলেন, ‘‘এই প্রথম তৃণমূল কংগ্রেসের এত বড় সোশ্যাল মিডিয়া কনক্লেভ করেছি। সোশ্যাল মিডিয়া এই মুহূর্তে আমাদের বড় অস্ত্র। মমতা বন্দোপাধ্যায় আমাকে ফোন করে বলেছেন সোশ্যাল মিডিয়ার ছেলেরা এত ভাল কাজ করেছে।’’
‘যোদ্ধা’দের প্রতি অভিষেকের বার্তা, ‘‘বিজেপির মতো টাকা পয়সা, ইডি, সিবিআই, ইসিআই, কেন্দ্রীয় বাহিনী নেই। কিন্তু আমাদের হাজার হাজার ডিজিটাল যোদ্ধা আছে। যাঁরা প্রচার করে চলেছেন বুকের রক্ত তুলে। হাতে আর কয়েকদিন আছে। তাই এক ইঞ্চি জমি ছাড়া যাবে না। আমাদের ফাঁক দেখলেই ওরা মানুষকে ভুল বোঝাবে। আমাদের দায়িত্ব আমাদের কাজ মানুষের কাছে নিয়ে যাওয়া।’’নির্বাচনের আগে ঠিক কীভাবে ব্যবহার করতে হবে সোশ্যাল মিডিয়াকে? যোদ্ধাদের দেওয়া পরামর্শে অভিষেক বলেন, ‘‘বিজেপির আলটপকা মন্তব্য বেশি করে প্রচারে বলতে হবে। আমাদের প্রচারে থাকতে হবে। মিথ্যার বেড়াজাল ভেঙে চূর্ণ বিচূর্ণ করতে হবে। বিজেপির অভিসন্ধি, মিথ্যার বেড়াজাল আমাদের ভাঙতে হবে।
Hindustan TV Bangla Bengali News Portal