নিজস্ব সংবাদদাতা :-পশ্চিমবঙ্গে নিপা ভাইরাস সংক্রমণের আশঙ্কা ঘিরে উদ্বেগ বাড়ছে। পূর্ব বর্ধমানের কাটোয়ার বাসিন্দা এক তরুণী নার্সের শরীরে নিপা ভাইরাসের উপস্থিতি মিলেছে বলে জানা গিয়েছে। পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি-র পরীক্ষায় এই সংক্রমণের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। একই সঙ্গে তাঁর সঙ্গে কর্মরত এক পুরুষ ব্রাদার নার্সের শরীরেও নিপা ভাইরাসের উপস্থিতি মিলেছে বলে জানানো হয়েছে। দু’জনের ক্ষেত্রেই পরীক্ষার ফল পজিটিভ এসেছে বলে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজির তরফে কনফার্মেশন দেওয়া হয়েছে।বারাসতের বেসরকারি হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন নিপা ভাইরাসে আক্রান্ত দুজন নার্স। তাঁরা ওই হাসপাতালেই কর্মরত। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তাঁদের অবস্থা বেশ সঙ্কটজনক। ঘটনার পরেই সক্রিয় হয়েছে রাজ্য। কেন্দ্রের তরফেও সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে। ইতিমধ্যে বারাসতের ওই হাসপাতাল পরিদর্শন করেছেন রাজ্য এবং কেন্দ্রের স্বাস্থ্য দফতরের বিশেষজ্ঞ চিকিৎসকের দল। পাশাপাশি, কী ভাবে ওই দুই নার্স নিপা ভাইরাসে আক্রান্ত হলেন, গত কয়েক দিনে তাঁরা কাদের সংস্পর্শে এসেছেন, সে সব খতিয়ে দেখা হচ্ছে। চলছে ‘কন্ট্যাক্ট টেস্টিং’-এর কাজ। অর্থাৎ, যাঁরাই ওই দুই নার্সের সংস্পর্শে এসেছিলেন, তাঁদের চিহ্নিত করে নমুনা সংগ্রহ করার কাজ শুরু হয়েছে। তাঁদের সকলকে নিভৃতবাস (কোয়ারেনন্টিন)-এ থাকার নির্দেশও দেওয়া হয়েছে।স্বাস্থ্য ভবন সূত্রে খবর, আপৎকালীন পরিস্থিতিতে বেলেঘাটা আইডিকে প্রস্তুত রাখা হয়েছে। ১০টি এমার্জেন্সি শয্যা এবং ওয়ার্ডে ৬৮টি শয্যা প্রস্তুত রয়েছে। এ ছাড়া, ভেন্টিলেশনও প্রস্তুত রয়েছে। বেলেঘাটা আইডি হাসপাতালের রোগীকল্যাণ সমিতির সদস্য স্বপন সমাদ্দার বলেন, ‘‘নিপা ভাইরাস নিয়ে মঙ্গলবারই সমিতির বৈঠক হয়েছে। সমস্ত প্রস্তুতি আমরা নিয়ে নিয়েছি। আতঙ্কের কোনও কারণ নেই। আপাতত সকলকে বলব, সতর্ক থাকুন। আধখাওয়া ফল খাবেন না। ফলের রসের দোকান থেকেও একটু দূরে থাকুন। ফল কিনলেও গরম জলে ধুয়ে খান।’’অন্য দিকে, নিপা-আক্রান্ত দুই নার্স কিছু দিন আগেই বর্ধমানে গিয়েছিলেন বলে খবর। কাটোয়ায় তাঁরা কার কার সংস্পর্শে এসেছিলেন, তার সম্ভাব্য তালিকা তৈরি করে সকলের স্বাস্থ্যের অবস্থার খোঁজখবর নিচ্ছেন পূর্ব বর্ধমান জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক জয়রাম হেমব্রম। তিনি জানিয়েছেন, এখনও পর্যন্ত ৪৮ জনের তালিকা তৈরি করা হয়েছে। গোটা পরিস্থিতি খতিয়ে দেখতে ইতিমধ্যে একটি বিশেষ দলও গড়েছে স্বাস্থ্য ভবন।
Hindustan TV Bangla Bengali News Portal