Breaking News

২০২৬-এর নির্বাচনের আগে ‘মাস্টারস্ট্রোক’!ফেব্রুয়ারির শুরুতেই রাজ্যের অন্তর্বর্তী বাজেট, নজর মমতার ‘জনমোহিনী’ ঘোষণায়

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের ঠিক আগে আগামী ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গ বিধানসভার অত্যন্ত তাৎপর্যপূর্ণ বাজেট অধিবেশন। ভোট অন অ্যাকাউন্ট বা অন্তর্বর্তী বাজেট পেশ হওয়ার সম্ভাবনা থাকলেও, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের লক্ষ্য এই অধিবেশনকেই জনমানসে ‘মাস্টারস্ট্রোক’ হিসেবে ব্যবহার করা।বিধানসভা সচিবালয় সূত্রে খবর, প্রথা মেনে অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বাজেট পেশ করার কথা থাকলেও, জল্পনা রয়েছে যে ২০২১ সালের মতো এবারও স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাজেট পেশ করতে পারেন। যেহেতু এটি সপ্তদশ বিধানসভার শেষ অধিবেশন এবং সামনেই নির্বাচন, তাই বড় কোনও কাঠামোগত পরিবর্তনের বদলে জনকল্যাণমূলক প্রকল্পগুলিতেই বিশেষ জোর দিতে চলেছে রাজ্য সরকার।এই বাজেটের দিকে নজর সব মহলের। বাংলা ও অন্যান্য ভোটমুখী রাজ্যগুলির জনসমর্থন পেতে মোদি সরকার কোনও বিশেষ ঘোষণা করে কিনা, তা দেখার বিষয়। বিশেষত বাংলার প্রাপ্য বকেয়া মেটাতে কেন্দ্র কোনও উদ্যোগ নিচ্ছে কিনা, তা জানতে উদগ্রীব জনতা। সেই অনুযায়ী রাজ্যের ভোট অন অ্যাকাউন্ট হবে বলে মনে করা হচ্ছে|রীতি অনুযায়ী, কেন্দ্রীয় বাজেটের একসপ্তাহের মধ্যে রাজ্য সরকারও বাজেট পেশ করে। সেই হিসেবে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে বাংলায় ‘ভোট অন অ্যাকাউন্ট’ হওয়ার কথা। অর্থমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই অন্তর্বর্তী বাজেট পেশ করতে পারেন। পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানিয়েছেন, ”রাজ্য বাজেট অধিবেশনের প্রস্তুতি শুরু হচ্ছে আর কিছুদিনের মধ্যে।” এবার নজিরবিহীন ভাবে শীতকালীন অধিবেশন হয়নি। এসআইআরের কাজে বিধায়করা সকলে ব্যস্ত থাকায় অধিবেশনে যোগ দেওয়া সম্ভব হয়নি। ৩১ জানুয়ারি এসআইআরের শুনানি পর্ব শেষ হওয়ার পর তাই বাজেট অধিবেশন হবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *