Breaking News

রোজভ্যালি কাণ্ডে ৩০ হাজার কোটির সম্পত্তি নয়ছয়!সুপ্রিম কোর্টে ধাক্কা খেল ইডি, ফরেন্সিক অডিটে আর বাধা নয়

প্রসেনজিৎ ধর :-বেআইনি অর্থলগ্নি সংস্থা রোজভ্যালির সম্পত্তি নয়ছয়ের অভিযোগ নিয়ে কলকাতা হাইকোর্টের পদক্ষেপের পর সুপ্রিম কোর্টে বিড়ম্বনা বাড়ল ইডির। একদিকে রোজভ্যালির সম্পত্তি বিক্রি করে আমানতকারীদের টাকা ফেরাতে গঠিত অবসরপ্রাপ্ত বিচারপতি দিলীপ শেঠের নেতৃত্বাধীন কমিটির বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ, পাশাপাশি রোজভ্যালির বাজেয়াপ্ত করা ২০ থেকে ৩০ হাজার কোটি টাকার সম্পত্তি নয়ছয়ের অভিযোগে কলকাতা হাইকোর্ট ফরেন্সিক অডিটের নির্দেশ দিয়েছিল।সুপ্রিম কোর্টে ইডি ধাক্কা খাওয়ার পরের দিনই রোজভ্যালির বাজেয়াপ্ত হওয়া প্রায় ৩০ হাজার কোটির সম্পত্তি নয়ছয় নিয়ে SFIO (সিরিয়াস ফ্রড ইনভেস্টিগেশন অফিস)-কে তদন্ত শুরুর নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চের নির্দেশ, আগামী এক মাসের মধ্যে প্রাথমিক তদন্ত রিপোর্ট জমা দিতে হবে আদালতে। সেই রির্পোটে কোনও অনিয়মের ইঙ্গিত পেলে SFIO ফরেনসিক অডিট শুরু করবে বলেই জানানো হয়েছে।আদালতের বক্তব্য, পর পর সব অর্ডারে লেখা হচ্ছে, আমানতকারীদের টাকা ফেরানোর ক্ষেত্রে কোনও বাধা নেই কমিটির। কিন্তু তারপরও ভুক্তভোগীরা টাকা পাচ্ছেন না। কেন বন্ধ কেউ জানে না। প্রসঙ্গত, রোজভ্যালির সম্পত্তি আর্থিক নয়ছয় করার অভিযোগে হাইকোর্টের ফরেনসিক অডিটের নির্দেশ আটকাতে সুপ্রিম কোর্টে ইডি-র দায়ের করা মামলা সোমবার খারিজ করে শীর্ষ আদালত। তারপরেই এদিন হাইকোর্ট যাবতীয় গাইড লাইন দিয়ে তদন্ত শুরুর নির্দেশ দেয় SFIO কে।এই কাজের জন্য বিধি অনুযায়ী কেন্দ্রীয় কর্পোরেট অ্যাফেয়ার্স মন্ত্রক কে SFIO-কে দ্রুত অনুমোদন দিতে হবে। আগামী ১২ ফেব্রুয়ারি রিপোর্ট দিতে হবে আদালতে। গত ২৫ সেপ্টেম্বর থেকে রোজভ্যালির আমানতকারীদের টাকা ফেরানো দিলীপ শেঠ কমিটি বন্ধ করে দেওয়ায় এদিনও হতাশা প্রকাশ করে ডিভিশন বেঞ্চ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *