Breaking News

বইপ্রেমীদের জন্য সুখবর!এই বছর বইমেলা প্রাঙ্গণ থেকেই কাটা যাবে মেট্রোর টিকিট

প্রসেনজিৎ ধর, কলকাতা :- বইপ্রেমীদের জন্য এবার বড় সুখবর। ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলাকে কেন্দ্র করে বিশেষ উদ্যোগ নিল মেট্রো কর্তৃপক্ষ। এবার আর শুধু স্টেশন নয়, বইমেলা প্রাঙ্গণ থেকেই কাটা যাবে মেট্রোর টিকিট। সল্টলেক সেন্ট্রাল পার্কে আয়োজিত বইমেলার ১ ও ২ নম্বর গেটে বসবে মেট্রোর বিশেষ বুথ। সেখানে ইউপিআই-এর মাধ্যমে সহজেই টিকিট কাটতে পারবেন যাত্রীরা।এদিন বৈঠকে হাজির ছিলেন গিল্ডের সাধারণ সম্পাদক ত্রিদিবকুমার চট্টোপাধ্যায়, সহ-সভাপতি অশোকনারায়ণ বর্মন, যুগ্ম সম্পাদক শুভঙ্কর দে, কোষাধ্যক্ষ রাজু বর্মন, কিউরেটর (কলকাতা লিটারেচার ফেস্টিভ্যাল) মালবিকা বন্দ্যোপাধ্যায়, শিলাদিত্য সরকার, শ্রীবিন্দু ভট্টাচার্য, এশা চট্টোপাধ্যায়, যোগেশ তান্না, সুদীপ্ত দে, সৌরভ বাগচী, মিলিন্দ দে। প্রসঙ্গত, ৪৯ বছরে পা দিয়েছে এই বইমেলা। ২০টি দেশ এই বইমেলায় যোগ দিচ্ছে। তবে এবারও বাংলাদেশ থাকছে না। গত বছরও বাংলাদেশ অংশগ্রহণ করেনি। গিল্ডের সভাপতি সুধাংশুশেখর দে বলেন, হাওড়া-শিয়ালদহ মেট্রো লাইন চালু হয়ে যাওয়ায় সহজে সল্টলেকে বইমেলায় পৌঁছনো যাবে। ফলে শহরতলি থেকে প্রচুর মানুষ এবার বইমেলায় ভিড় জমাবেন। সে জন্য এবার মেট্রো কর্তৃপক্ষকে বিশেষ অনুরোধ করা হয়েছিল যাতে বইমেলায় বিশেষ পরিষেবা দেওয়া হয়। মেট্রো কর্তৃপক্ষ অনুরোধে সাড়া দিয়েছেন। বইমেলায় বাড়তি মেট্রো চলবে। ছুটিতেও এই পরিষেবা থাকবে। সেই সঙ্গে বইমেলার ১ নম্বর ও ২ নম্বর গেটে থাকছে মেট্রোর বুথ। সেখানে ইউপিআইয়ের মাধ্যমে মেট্রো যাত্রীরা টিকিট কাটতে পারবেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *