প্রসেনজিৎ ধর :- সেবাশ্রয় প্রচারের ব্যানার লাগাতে গিয়ে আক্রান্ত তৃণমূল কর্মীরা এমনটাই অভিযোগ উঠল নন্দীগ্রামে। ব্যানার লাগাতে বাঁধা দেয় বিজেপি কর্মীরা তর্ক বিতর্ক, আর তারপরেই মারধর করা হয় বলে এমনটাই অভিযোগ। ঘটনায় নন্দীগ্রাম ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের কোর কমিটির সদস্য মনোজ কুমার সামন্ত-সহ বেশ কয়েকজন আহত হয়েছেন বলে অভিযোগ। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে নন্দীগ্রাম থানার বিশাল পুলিশ বাহিনী। জানা গিয়েছে, আগামীকাল বৃহস্পতিবার ওই সেবাশ্রয় ক্যাম্পের উদ্বোধন হবে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে যাবেন বলেও খবর। তার আগে এমন ঘটনা অত্যন্ত স্পর্শকাতর বলে মনে করছে ওয়াকিবহাল মহল। নন্দীগ্রাম বিধানসভার বয়াল ২ গ্রাম পঞ্চায়েতের রামচক ২১ নম্বর বুথের ঘটনা। সেখানেই সেবাশ্রয় ক্যাম্প বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে। মানুষের মধ্যে প্রচারও করছেন তৃণমূল নেতা-কর্মীরা। সেই হিসেবেই আজ, বুধবার সকালে রামচক পূর্বপল্লি এলাকায় ফ্লেক্স লাগাতে গিয়েছিলেন তৃণমূলের কয়েকজন কর্মী। নন্দীগ্রাম দুই ব্লকের তৃণমূল কংগ্রেসের কোর কমিটির সদস্য মনোজকুমার সামন্ত-সহ বেশ কয়েকজন সেখানে ছিলেন। অভিযোগ, বিজেপির লোকজন সেখানে জড়ো হয়। অভিযোগ, স্থানীয় বিজেপি কর্মী দীপঙ্কর জানা-সহ আরও কয়েকজন বোর্ড টাঙাতে বাধা দেন।অভিযোগ, বুধবার সকালে তৃণমূল কর্মী সমর্থকরা যখন নন্দীগ্রাম দু’নম্বর ব্লকের ভয়াল ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার রামচক ২১ নম্বর বুথে সেবাশ্রয়ের প্রচার ব্যানার লাগাতে যায় তাদেরকে বাধা দেয় বিজেপি কর্মীরা। প্রথমে তর্ক বিতর্ক তারপরে নাকি তাদেরকে মারধর করা হয় এমনটাই অভিযোগ ইতিমধ্যে ঘটনা স্থলে করে পৌঁছেছে নন্দীগ্রাম থানার বিশাল পুলিশ বাহিনী। পুরো বিষয় নিয়ে সরব তৃণমূল নেতৃত্ব।নন্দীগ্রাম ২ যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি, কোর কমিটির সদস্য রবীন জানা বলেন,” সেবাশ্রয়ের পোস্টার আমাদের কর্মীরা লাগাতে চান। সে সময়ে বিজেপি দুষ্কৃতীরা চন্দন জানা, গোকুল জানারা ছিল, তারা চড়াও হয়। ব্যানার ফেস্টুন ছিঁড়ে ফেলে। ” যদিও এই বিষয়ে বিজেপির তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
Hindustan TV Bangla Bengali News Portal