Breaking News

সেবাশ্রয়ে অভিষেককে জড়িয়ে ধরলেন বৃদ্ধা! বিধানসভায় জিতলে নন্দীগ্রামে প্রতিবছর শিবির জানালেন অভিষেক

দেবরীনা মণ্ডল সাহা :-বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর খাসতালুকে (বিধানসভা এলাকায়) দাঁড়িয়ে সেবাশ্রয় নিয়ে প্রকাশ্য চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়| বৃহস্পতিবার নন্দীগ্রামের দু’টি ব্লকে সেবাশ্রয় কর্মসূচির সূচনা করেন তিনি। সেই মঞ্চ থেকেই অভিষেকের স্পষ্ট বার্তা, মানুষ সুযোগ দিলে প্রতি বছর নন্দীগ্রামে সেবাশ্রয় হবে। তাঁর হুঁশিয়ারি, “কারও বুকের পাটা থাকলে আটকে দেখাক।”আগেই জানা গিয়েছিল নন্দীগ্রামে সেবাশ্রয় স্বাস্থ‌্য শিবিরের দুটি মডেল ক‌্যাম্পের উদ্বোধন করবেন বাম জমানায় জমি আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শহিদ পরিবারের সদস্যরা। সেই মতোই বৃহস্পতিবার শিবিরের উদ্বোধন হয়। নির্ধারিত সময়ে পৌঁছে যান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। গোটা ক্যাম্পটি ঘুরে দেখেন তিনি। অভিষেককে কাছে পেয়ে স্বাভাবিকভাবেই নিজেদের সমস্যার কথা জানান স্থানীয়রা। কেউ কেউ নিজের মেডিক্যাল রিপোর্ট দেখান। তা দেখে প্রয়োজনীয় নির্দেশ দেন অভিষেক। জনতার ভিড়ের মাঝেই ছিলেন এক বৃদ্ধা। তিনি এগিয়ে এসে সটান অভিষেককে জড়িয়ে ধরেন। দেখা যায় অভিষেকও পরম মমতায় তাঁর সমস্ত কথা শোনেন। বৃদ্ধার নাম, ঠিকানা লেখার নির্দেশ দেন অন্যদের। তারপর এগিয়ে যান। সেবাশ্রয় শিবির পরিদর্শনের পর সাংবাদিকদের মুখোমুখি হন অভিষেক। আরও একবার তিনি নন্দীগ্রামবাসীকে বুঝিয়ে দেন, তিনি প্রতিমুহূর্তে তাঁদের সঙ্গে রয়েছেন। সেখান থেকেই শুভেন্দু অধিকারীকে একহাত নেন অভিষেক। তিনি যে নন্দীগ্রামের বাসিন্দাদের জন্যও কিছু করেননি ফের তা মনে করিয়ে দেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *