প্রসেনজিৎ ধর, কলকাতা :- মঞ্চে বসে আছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি । শনিবার জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের স্থায়ী ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তাঁর সামনেই ইডি, সিবিআইয়ের নাম না করে ‘এজেন্সি’ ইস্যুতে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্পষ্ট ভাষায় বলে দিলেন, ‘কিছু এজেন্সি পরিকল্পিত ভাবে মানহানির চেষ্টা করছে।’ সংবিধান ও গণতন্ত্রকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করার বার্তাও দেন মুখ্যমন্ত্রী।মুখ্যমন্ত্রীর কথায়, “আজকাল একটা ট্রেন্ড চলছে – এজেন্সি দিয়ে অপমান করা।” তিনি স্পষ্ট করে বলেন, কিছু সংস্থা ইচ্ছাকৃতভাবে বদনাম করার চেষ্টা করছে এবং তার জেরে মানুষের সম্মানহানি হচ্ছে। এই বিষয়টির দিকে বিচারব্যবস্থার দৃষ্টি আকর্ষণ করেন তিনি। সুপ্রিম কোর্ট ও কলকাতা হাইকোর্টের বিচারপতিদের উদ্দেশে মমতার বার্তা ছিল আরও তাৎপর্যপূর্ণ। তাঁর বক্তব্য, “আমরা আপনাদের কাস্টডিতে রয়েছি। সংবিধানকে বাঁচানোর দায়িত্ব আপনাদের।” মুখ্যমন্ত্রীর মতে, দেশ, মানুষ ও গণতন্ত্রকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করতে বিচারব্যবস্থার ভূমিকা আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ।মমতা জানান, এই কথা তিনি শুধুমাত্র নিজের জন্য নয়, দেশের সমস্ত মানুষের সম্মানের প্রশ্নে বলছেন। তাঁর দাবি, কোনও ব্যক্তি বা গোষ্ঠীকে নিশানা করে যদি এজেন্সির অপব্যবহার হয়, তবে তা শেষ পর্যন্ত গণতন্ত্রের ভিতকেই দুর্বল করে দেয়।হাইকোর্টের সার্কিট বেঞ্চ উদ্বোধনের মতো একটি সাংবিধানিক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর এমন বক্তব্য প্রশাসনিক ও রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দেয়। বিচারপতিদের সামনে দাঁড়িয়ে এজেন্সি নিয়ে এই সরব অবস্থান যে শুধুই রাজনৈতিক বক্তব্য নয়, বরং একটি সাংবিধানিক বার্তা – সে ইঙ্গিতও দেন তিনি।
Hindustan TV Bangla Bengali News Portal