Breaking News

এসআইআর শুনানিতে ভোটাররা চাইলে বিএলএ-দের সঙ্গে নিয়ে যেতে পারবেন,জানাল সুপ্রিম কোর্ট!ভোটারদের থেকে নথি নিলে দিতে হবে রিসিভড কপি

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- ভোটার তালিকা সংশোধন বা এসআইআর প্রক্রিয়া নিয়ে বড় জয় পেল বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। শুনানি কেন্দ্রে রাজনৈতিক দলের বুথ লেভেল এজেন্ট বা বিএলএ-দের থাকতে দিতে হবে, এমন দাবি শুরু থেকেই জানিয়ে এসেছে তৃণমূল। সোমবার সেই দাবিতেই মান্যতা দিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চের নির্দেশ অনুযায়ী, এবার থেকে শুনানির সময় বিএলএ-রা কেবল উপস্থিতই থাকতে পারবেন না, বরং ভোটারের হয়ে সওয়ালও করতে পারবেন| আর সুপ্রিম কোর্ট রায় দেওয়ার পরই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘কোর্টে হারিয়েছি, এপ্রিলে ভোটে হারাব|’ তবে এই রায়কে তৃণমূলের নৈতিক জয় হিসেবে মানতে নারাজ বিজেপি| এর পাশাপাশি এ দিন সুপ্রিম কোর্ট আরও নির্দেশ দিয়েছে, লজিক্যাল ডিস্ক্রিপ্যান্সি-র আওতায় কোন কোন ভোটারদের নাম রয়েছে, সেই তালিকাও প্রকাশ করতে হবে কমিশনকে| ভোটারদের প্রতিনিধি হিসেবে বিএলএ-রা উপস্থিত থাকতে পারবেন বলেও এ দিন জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট |
এ দিন শীর্ষ আদালতে শুনানি চলাকালীন ভোটারদের নথির যাতে প্রাপ্তিস্বীকার করে কমিশন, সেই আর্জি জানান আইনজীবী কপিল সিবাল| তিনি বলেন, একটা রিসিভড কপি দেওয়া হোক| অনেক সময় ওরা স্বীকার নাও করতে পারে যে নথি পায়নি৷ এর জবাবে কমিশনের আইনজীবী রাকেশকুমার দ্বিবেদী বলেন, একটি সাংবিধানিক সংস্থার উপরে এতটুকু ভরসাও নেই? আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকেও জন্ম তারিখের প্রামাণ্য নথি হিসেবে গ্রহণ করছে না নির্বাচন কমিশন | প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল‍্য বাগচি এবং বিচারপতি দীপঙ্কর দত্তর ডিভিশন বেঞ্চ অবশ্য নির্দেশ দেয়, কমিশন যদি কোনও নথি জমা নেয় তাহলে ভোটারদের তার রিসিভড কপি দিতে হবে |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *