Breaking News

৩৭ দিন পর জেলমুক্তি!মেসিকাণ্ডে শতদ্রু দত্তের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করল আদালত

প্রসেনজিৎ ধর, কলকাতা :- মেসি কাণ্ডে অবশেষে জামিন পেলেন মূল আয়োজক শতদ্রু দত্ত। সোমবার বিধাননগর আদালতে তাঁর অন্তর্বর্তী জামিনের আবেদন মঞ্জুর করেছেন বিচারক। ১০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর করা হয়েছে শতদ্রুর। গত ১৩ ডিসেম্বর যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসির অনুষ্ঠান ঘিরে প্রবল বিশৃঙ্খলা শুরু হওয়ার পরে বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছিল শতদ্রু দত্তকে। তারপর থেকে জেলেই ছিলেন তিনি। অবশেষে ৩৭ দিনের মাথায় জামিন পেলেন শতদ্রু। অন্তর্বর্তী জামিন পেলেও একাধিক শর্ত মানতে হবে লিওনেল মেসির ভারত সফরের প্রধান আয়োজক শতদ্রু দত্তকে। সমস্ত ডকুমেন্ট জমা রাখার নির্দেশ দিয়েছে আদালত। এমনকী, অন্তর্বর্তী জামিনে থাকাকালীন কলকাতার বাইরে যেতে পারবেন না তিনি।বিধাননগর দক্ষিণ থানায় ওই ঘটনা নিয়ে দু’টি পৃথক মামলা হয়েছিল। প্রথম মামলায় একমাত্র গ্রেফতার করা হয় শতদ্রু দত্তকে। দ্বিতীয় মামলায় ভাঙচুর, অগ্নিসংযোগের অভিযোগে আরও কয়েক জনকে গ্রেফতার করা হয়েছিল। পুলিশের দাবি ছিল, প্রায় ৩৫ হাজার দর্শক মেসিকে দেখবেন বলে টিকিট কেটেছিলেন। ১৯ কোটি টাকার টিকিট বিক্রি হয়েছিল। জামিন পেলে শতদ্রু প্রভাব খাটিয়ে পালিয়ে যেতে পারেন। এই যুক্তিতেই এতদিন জামিন পাচ্ছিলেন না তিনি। তবে সোমবার আদালতে তাঁর আইনজীবী দাবি করেন, মামলার এই পর্যায়ে অগ্রগতি কিছু নেই। তাই শতদ্রুকে হেফাজতে রাখারও দরকার থাকে না। সরকারি আইনজীবী জামিনের বিরোধিতা করেছিলেন। তবে আদালত শতদ্রুর আইনজীবীর যুক্তিতে সায় দিয়েই জামিন মঞ্জুর করে।
মেসিকে কলকাতায় আনার প্রধান কারিগর ছিলেন শতদ্রু দত্ত। যুবভারতীর বিশৃঙ্খলার পরে ১৩ ডিসেম্বরই কলকাতা বিমানবন্দর থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ। তখন ১৪ দিনের পুলিশি হেফাজতে পাঠানো হয় শতদ্রুকে। গত ২৮ ডিসেম্বর দীর্ঘ সওয়াল জবাবের পর ফের খারিজ হয় জামিনের আবেদন। অবশেষে মেসি কাণ্ডের ৩৭ দিন পর শর্তসাপেক্ষে জামিন পেলেন শতদ্রু।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *