দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- কলকাতার বুকে ফের নৃশংস খুন। ফ্ল্যাটে থাকা এক বৃদ্ধাকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল সোমবার। পর্ণশ্রী থানা এলাকায় বেহালার বেচারাম চ্যাটার্জি রোডে রয়েছে ওই আবাসনটি। নিহত বৃদ্ধার স্বামী অরূপ ঘোষ দীর্ঘদিন ধরে শয্যাশায়ী এবং ওই ফ্ল্যাটেই থাকেন। পুলিশ সূত্রের খবর, যে ফ্ল্যাটে এই ঘটনা ঘটেছে, সেই ফ্ল্যাটেই ছিলেন ওই বৃদ্ধ দম্পতিকে দেখাশোনার কাজে নিযুক্ত আয়া। অভিযোগ তাঁর বিরুদ্ধেই। তাঁকে আটক করেছে পর্ণশ্রী থানার পুলিশ। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, টাকা পয়সা হাতানোয় বাধা পেয়েই খুন করেছেন অভিযুক্ত।জানা গিয়েছে, মৃতার নাম অনিতা ঘোষ। তাঁর বয়স ৬৪ বছর। তিনি সঙ্গীতশিল্পী হিসেবেই এলাকায় পরিচিত। বর্তমানে অনলাইনে ক্লাস করাতেন। স্বামী অরূপ ঘোষ দীর্ঘদিন ধরেই শয্যাশায়ী। বেহালার পর্ণশ্রী থানা এলাকার বেচারাম চ্যাটার্জী স্টিটের একটি ফ্ল্যাটে থাকতেন ওই বৃদ্ধ দম্পতি। তাঁদের দেখাশোনা করার জন্য আয়া ও পরিচারিকা ছিলেন। সোমবার সকালে আচমকা প্রতিবেশীরা বৃদ্ধার আর্তনাদ শুনতে পান। স্বাভাবিকভাবেই তাঁরা ছুটে যান। দরজায় ধাক্কা দিতে আঁতকে ওঠার মতো দৃশ্য। প্রতিবেশীরা দেখেন, ছুরি হাতে দাঁড়িয়ে আয়া। কী হয়েছে জিজ্ঞাসা করলে তাঁর কাছে কোনও সদুত্তর মেলেনি। এরপরই তাঁরা দেখেন ঘরে রক্তাক্ত অবস্থায় পড়ে বৃদ্ধা।পুলিশ জানিয়েছে, সোমবার সকাল ৯টা নাগাদ তাদের কাছে অস্বাভাবিক মৃত্যুর ঘটনার খবর আসে। খবর পেয়ে দ্রুত বেচারাম চ্যাটার্জি রোডের প্রিয়দর্শিনী অ্যাপার্টমেন্ট পৌঁছোয় তারা। সেখানে গিয়ে পুলিশ জানতে পারে, বৃদ্ধাকে হাসপাতালে নিয়ে গিয়েছেন তাঁর পুত্র। এই ঘটনায় জড়িত রয়েছেন বলে সন্দেহে সঞ্জু সরকার নামে এক মহিলাকে আটক করা হয়। ৩৪ বছরের সঞ্জু ওই বাড়িতে আয়ার কাজ করতেন। তাঁকে আটক করে পর্ণশ্রী থানায় নিয়ে গিয়ে জেরা শুরু করে পুলিশ। পুলিশের অন্য একটি দল হাসপাতালে পৌঁছে জানতে পারে, হাসপাতালে পৌঁছোনোর আগেই মৃত্যু হয়েছে বৃদ্ধার।জেরায় পুলিশের কাছে দোষ কবুল করেন সঞ্জু। তিনি জানান, ২ বছর আগে অনিতার বাড়িতে কয়েক দিন আয়ার কাজ করেছিলেন। সোমবার সকাল সাড়ে ৮টা নাগাদ সেখানে গিয়ে কাজের টাকা চান। সঞ্জুর দাবি, অনিতা টাকা দিতে অস্বীকার করেন। এর পরেই অভিযুক্ত একটি ছুরি নিয়ে অনিতার গালে, পেটে ছুরির আঘাত করেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃদ্ধা আত্মরক্ষার চেষ্টা করছিলেন বলে অভিযুক্তের শরীরেও আঘাতের চিহ্ন রয়েছে। সঞ্জু জেরায় জানিয়েছেন, অনিতা জ্ঞান হারালে তিনি তাঁর গা থেকে সোনার গয়না খুলে নেন। এরপরে আলমারি থেকে নগদ বার করে নেন।
Hindustan TV Bangla Bengali News Portal