Breaking News

মোদীর পরেই এবার মমতার সিঙ্গুর সফর!২৮ জানুয়ারি প্রশাসনিক সভায় পরিষেবা প্রদানের সঙ্গে দিতে পারেন রাজনৈতিক বার্তাও

প্রসেনজিৎ ধর :- চলতি মাসের শেষের দিকে, ২৮ জানুয়ারি সিঙ্গুরে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গত রবিবার যে-সিঙ্গুরে এসে গোটা রাজ্যকেই হতাশ করেছিলেন নরেন্দ্র মোদী, সেখানে গিয়ে প্রশাসনিক সভার পাশাপাশি বিশেষ কোনও বার্তাও দিতে পারেন মুখ্যমন্ত্রী, তেমনটাই মনে করছেন পর্যবেক্ষকরা।১৮ জানুয়ারি সিঙ্গুরে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তৃণমূলের তুলোধনাও করেছিলেন। তাঁর সাফ কথা, বিজেপির সরকার বাংলায় সিন্ডিকেট ট্যাক্স ও মাফিয়ারাজ সম্পূর্ণভাবে নির্মূল করবে। তিনি বলেন, “আইনের শাসন প্রতিষ্ঠিত হলেই শিল্প ও বিনিয়োগ বাংলায় আসবে। এটা মোদীর গ্যারান্টি।” পরিবর্তনের পক্ষে আওয়াজ তুলে বিজেপির পক্ষে ভোট দেওয়ার পক্ষেও জোরাল সওয়াল করেন। বলেন, “বিজেপিকে দেওয়া একটি ভোটই হিংসা শেষ করবে। আইন-শৃঙ্খলা ফিরিয়ে আনবে। সন্দেশখালির মতো ঘটনার পুনরাবৃত্তি রোধ করবে এবং নারীদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করবে।” জানা যাচ্ছে, ইতিমধ্যেই রাজ্য মন্ত্রিসভা সিঙ্গুরে প্রায় ৫০০ কোটি টাকার বিনিয়োগে সিলমোহর দিয়েছে। ১১.৩৫ একর জমি বরাদ্দ করা হয়েছে একটি শিল্প প্রকল্পের জন্য, এবং প্রাথমিক কাজও শুরু হয়ে গিয়েছে বলে প্রশাসনিক সূত্রের খবর। পাশাপাশি, মুখ্যমন্ত্রীর সেদিনের কর্মসূচি থেকে বাংলার আবাস যোজনার কিস্তির টাকাও উপভোক্তাদের হাতে তুলে দিতে পারেন বলে জানা যাচ্ছে। আগামী ২৮ জানুয়ারি সিঙ্গুরে প্রশাসনিক সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই সভা থেকে উপভোক্তাদের বিভিন্ন প্রকল্পের সুবিধা তুলে দেবেন তিনি। নবান্ন সূত্রে খবর, আরও ১৬ লক্ষ পরিবারকে বাংলার বাড়ি প্রকল্পে পাকা বাড়ি বানানোর প্রথম কিস্তির টাকা তুলে দেবেন মুখ্যমন্ত্রী।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *