দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- রাজপথে তুমুল বিক্ষোভ আইসিডিএস কর্মীদের। ধুন্ধুমার পরিস্থিতি কলকাতা পুরসভার সামনে। ভাতা বৃদ্ধি, মোবাইল ফোনের সিম দেওয়ার জোরাল দাবি তোলা হয় আন্দোলন থেকে। সুবোধ মল্লিক স্কোয়ার থেকে রাজভবনের দিকে যাওয়ার সময় কলকাতা পুরসভার সামনেই আন্দোলনকারীদের আটকায় পুলিশ। শুরু হয়ে যায় ব্যাপক ধস্তাধস্তি। পুলিশকে লক্ষ্য করে লাগাতার উঠতে থাকে ধিক্কার স্লোগান। মঙ্গলবার একাধিক দাবি নিয়ে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে রানি রাসমণি রোড পর্যন্ত মিছিলের কর্মসূচি নেয় অঙ্গনওয়ারি কর্মীদের সংগঠন। সরকারি কর্মীদের সমতুল্য সুবিধা, বেতন বৃদ্ধি, অঙ্গনওয়ারির খাতে বরাদ্দ বৃদ্ধি-সহ একাধিক দাবি নিয়ে ফের রাজপথে নেমেছেন তাঁরা। কিন্তু তাঁদের মিছিল নিউ মার্কেট থানার সামনে আসতেই তা আটকে দেয় পুলিশ। সেখানেই বিক্ষোভ দেখাচ্ছেন আশাকর্মীরা। কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে এসএন ব্যানার্জী রোড। তাতেই দীর্ঘ যানজট তৈরি হয়েছে ধর্মতলা এলাকায়।প্রতিবাদ মিছিলের পাশাপাশি লোকভবনে (রাজভবন) তাঁদের ডেপুটেশন কর্মসূচি রয়েছে। পাশাপাশি বিকাশভবনেও যাওয়ার কথা ছিল। আশাকর্মীদের দাবি, তারা যে কোনও উপায়ে নিজেদের কর্মসূচি শেষ করবেই। পুলিশ জানিয়েছে, তাঁদের মিছিল কলকাতা পুরসভার সামনে এসএন ব্যানার্জী রোডেই শেষ করতে হবে। এই বিক্ষোভ মিছিল ও ব্যারিকেডের ফলে শিয়ালদহ থেকে ধর্মতলামুখী যান চলাচল বন্ধ। ধর্মতলা থেকে হাওড়ামুখী যানচলাচলও ব্যাহত। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।
Hindustan TV Bangla Bengali News Portal